এই মুহূর্তে




বিদেশে হাজার কোটি টাকা পাচার, সল্টলেকে ইডির তল্লাশি কাণ্ডে নয়া মোড়

নিজস্ব প্রতিনিধি: গ্রহরত্ন বিক্রেতার এজেন্টের বাড়িতে তল্লাশি চালানোয় শিরোনামে সল্টলেক। বুধবার তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার বড়সড় বিষয় খোলসা করল ইডি। রত্ন আমদানি রফতানি মামলায় চাঞ্চল্যকর দাবি ইডি আধিকারিকদের। ইডির দাবি কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি এবং আমেদাবাদ- এই পাঁচ রাজ্যে চলত র‍্যাকেট। গ্রহরত্নের নামে বিদেশ থেকে আনা হতো সস্তার পাথর। তারপর সেগুলোই চড়া দামে বিক্রি করা হত বলে ইডির দাবি। মিলেছে একাধিক কাস্টমস হাউজ এজেন্টের নাম।  বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কাদের, সবটাই কি কালো টাকা সাদা করার ছক – এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, দুবাই-চিন-মালয়েশিয়া ও সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে এই চারটি দেশের নামই উঠে এসেছে। মূলত কলকাতা বিমানবন্দর ও কলকাতা বন্দর থেকে এই চক্র চালানো হত বলে দাবি ইডি আধিকারিকদের। নেপথ্যে প্রভাবশালী যোগ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বুধবার সকালে সল্টলেকে গ্রহরত্ন বিক্রেতা ওই এজেন্টের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সল্টলেক যথেষ্ট আভিজাত্যপূর্ণ এলাকা। সেখানে ইডির তল্লাশি চালানোর ঘটনার খবর চাউড় হতেই পড়ে যায় শোরগোল। সূত্রের খবর, ওই বিক্রেতা এজেন্টের বিরুদ্ধে গ্রহরত্ন আমদানি-রফতানির মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অনেকদিন ধরেই এই সংক্রান্ত তথ্য ইডি আধিকারিকদের কাছে আসছিল। শেষ পর্যন্ত বুধবার ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান।

পেশায় গ্রহরত্ন ডিলারের বিরুদ্ধে কমপক্ষে সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। কিন্তু তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা দেখেন বাস্তবিক সংখ্যাটা এর অনেক বেশি। কিছুদিন আগে গ্রহরত্ন আমদানি রফতানির বিষয়টি নজরে আসে ডিআরআই অর্থাৎ ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স আধিকারিকদের।  তারপরেই তদন্তে নামে ইডি। বুধবার সকাল সকাল সল্টলেকে ইডির অফিস থেকে আধিকারিকদের একটি দল যায় সল্টলেকে ওই গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের বাড়িতে। শুরু হয় তল্লাশি। টাকা বিদেশে পৌঁছেছে কিনা সেই বিষয়ে জোড়ালো তদন্ত করে দেখছে ইডি।

প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের মধ্যে সল্টলেকে তল্লাশি শুরু হয়েছে বুধবার। বাইরের বেশ কিছু রাজ্যে কিন্তু এই আর্থিক তছরুপি প্রসঙ্গে ইডি তদন্ত করছে। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, দেশের ছয়টি রাজ্যে ইডির ম্যারাথন তল্লাশি চলছে। ২০২৫ সালের মার্চ মাসে সিবিআই সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এটি একটি বেটিং অ্যাপ চক্রের সঙ্গে যুক্ত বিষয় নিয়ে ছিল। পাশাপাশি ব্যাঙ্ক ঋণের নামে প্রতারণার অভিযোগও ছিল। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে ইডির তল্লাশি হয়। এই তল্লাশির সঙ্গে ঝাড়খণ্ডের একটি ব্যবসায়িক যোগ ছিল। সব মিলিয়ে বারবার ইডির তল্লাশি কাণ্ডে শিরোনামে আসছে সল্টলেক। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ