এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিজেপির বিক্ষুব্ধ ৯ বিধায়কই যোগ দিতে পারেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি: ঘরের অন্দরে আগুন লাগলে তখন পালিয়ে বাঁচা ছাড়া ভিন্ন কোনও রাস্তা থাকে না। বঙ্গ বিজেপিতে এখন সেই দৃশ্যই দেখা যাচ্ছে। দলের সঙ্গে বিবাদের জেরে বিক্ষুব্ধ বেশ কিছু বিধায়ক আগামী দিনে দল ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিতে পারেন, এবার এমন সম্ভাবনার কথাই উঠে এল। বঙ্গ বিজেপি ও বিক্ষুব্ধ বিজেপি বিধায়কদের সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলার ৫ বিধায়ক ও বাঁকুড়া জেলার ৪ বিধায়ক বিজেপি ছেড়ে খুব শীঘ্রই যোগ দিতে পারেন তৃণমূলে। দুই জেলার তৃণমূল নেতৃত্বও সেই সম্ভাবনার কথা অস্বীকার করেননি। বরঞ্চ তাঁরা এটাই জানিয়ে দিচ্ছেন, দল ছাড়ার আগে যা যা করার সেই সব প্রক্রিয়া ওই বিধায়কেরা রীতিমত শুরু করে দিয়েছেন। তাঁদের বিজেপি ত্যাগ ও তৃণমূলে যোগদান এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। যদিও এই বিষয়ে ওই বিধায়কেরা সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি।

৯জন বিধায়কের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার বিষয়টি সামনে এসেছে বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেওয়ায়। সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে তাঁর আর কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই। তাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেন তুলে নেওয়া হয়। অমরনাথবাবু নিজে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারনে তিনি আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থাকতে চান না। তাই ওই নিরাপত্তা প্রত্যাহার করে নিতে বলেছেন। এর বেশি কিছু তিনি বলতে চাননি। কিন্তু তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তাঁর তৃণমূলে যোগদান করার জন্য একদফা আলোচনা হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের সঙ্গে। সেই সূত্রেই জানা গিয়েছে, শুধু অমরনাথবাবুই নয় বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিজেপি অপর ৩ বিধায়ক নির্মলকুমার ধাড়া, নীলাদ্রিশেখর দানা ও দিবাকর ঘরামিও বিজেপি ছেড়ে আগামী দিনে তৃণমূলে যোগদান করতে পারেন। গল্প এখানেই শেষ হচ্ছে না, বরঞ্চ সোনা যাচ্ছে পুরুলিয়া জেলার বিজেপির ৫জন বিক্ষুব্ধ বিধায়কও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন। এই ৫জন হলেন বলরামপুরের বিধায়ক বনেশ্বর মাহাতো, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, পুরুলিয়ার বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায়, কাশিপুরের বিধায়ক কমলা কান্ত হাঁসদা এবং পাড়ার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি। তবে এরা কেউই নিজেরা কিছু জানাননি। 

উল্লেখ্য বিজেপির এই ৯জন বিধায়ক দলের সাংগঠনিক পদে রদবদল ঘিরে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। পুরুলিয়া জেলার ৫ বিধায়ক বিদ্রোহী হয়েছেন বিবেক রাঙ্গাকে দলের জেলা সভাপতি হিসাবে মানতে না পারার বিষয়টি সামনে রেখে। ইতিমধ্যেই তাঁরা বিষয়টি চিঠি দিয়ে শাহ ও নাড্ডাকে জানিয়েছেন। সেখানে রাঙ্গাকে দলের জেলা সভাপতি পদ থেকে সরানোর দাবিও তুলেছেন। আবার বাঁকুড়া জেলার ৪ বিধায়ক সরব হয়েছে বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর, বিজেপির এই দুই সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সুনীল রুদ্র মণ্ডল ও বিল্বেশ্বর সিংহকে সরিয়ে দেওয়ার দাবি নিয়ে। এই চারজনও এই বিষয়ে শাহ ও নাড্ডাকে চিঠি দিয়েছেন। তবে বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই ৯জন বিধায়কের সঙ্গে দল হয়তো কথা বলতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তাঁদের সব দাবিদাওয়া মেনে নেওয়া হবে। বরঞ্চ দল এখন বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের নিয়ে মাথা ঘামাতে চাইছে না। আর বিজেপি নেতৃত্বের সেই মনোভাব বুঝেই এই ৯ বিধায়কও সম্ভবত তৃণমূলের সঙ্গে যোগাযোগ ক্রমশ বাড়িয়ে চলেছেন। আগামী দিনে এদের ঘাসফুল শিবিরে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর