32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:33 pm
নিজস্ব প্রতিনিধি: নার্স রেনু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় এবার আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। রেনুর স্বামী শেখ মহম্মদের দুই সঙ্গীকে গ্রেফতার করল তদন্তকারীরা। ঘটনার সময় ধৃতদের মধ্যে একজন রেনুর মুখ চেপে ধরেছিল এবং একজন পা চেপে ধরেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম আশরাফ আলি শেখ ও হাবিব শেখ। তারা মুর্শিদাবাদের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে তল্লাশি অভিযান চালিয়ে আশরাফ ও হাবিবকে গ্রেফতার করে তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃত দুজনকে টাকা দিয়ে সুপারি হিসাবে আনা হয়েছিল। ঘটনার পর পুলিশকে রেনু খাতুন জানিয়েছিলেন, তাঁর স্বামীর সঙ্গে আরও দুজন ছিল, যারা হাত কাটতে সাহায্য করেছে। এর পর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। স্বামী শেখ মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে আশরাফ ও হাবিবের নাম পায় তদন্তকারীরা। এর পর দুজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারীরা। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল পাঁচ। এই ঘটনায় এখনও পর্যন্ত আরও একজন অধরা বলে জানা গিয়েছে। যে কিনা অভিযুক্ত স্বামীর আত্মীয়। সেই ব্যক্তি ওই দুই সুপারিকে টাকা দিয়ে আনতে সহযোগিতা করেছিল। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য শনিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা পেশায় নার্স রেণু খাতুনের ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শেখ মহম্মদের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে এবং তার বাবা-মাকে গ্রেফতার করেছে আগেই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এর পর বৃহস্পতিবার স্বামীর দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও রয়েছে।