এই মুহূর্তে

বিয়ে বাড়িতে ক্যাটারার কর্মীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে ক্যাটারার কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে শনিবার সকালে আসানসোলের জামুড়িয়া থানা এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। এবার সেই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম যদুপতি পাল। শনিবার রাতে জামুড়িয়ার সিদ্ধপুরে তাঁর বাড়ি থেকে যদুপতিকে গ্রেফতার করে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতকে আসানসোল আদালতে পেশ করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দোষীরা কেউ ছাড় পাবেন না বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পিসির বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে এসে ক্যাটারার কর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়েন রবি চৌধুরি নামে এক যুবক।  ২৯ বছর বয়সী ওই যুবক বর্ধমানের বাজেপ্রতাপপুরের  বাসিন্দা। অভিযোগ, শুক্রবার রাতে বিয়ে বাড়িতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসেন। সেই সময় রাত হয়ে গিয়েছে তাই ক্যাটারার কর্মীরা খাবার দিতে অস্বীকার করেন। আর তখন ক্যাটারার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় রবির পরিবারের লোকজনের। ক্যাটারার কর্মীদের দাবি, রাত হয়ে গিয়েছে, তাই তাদের কাজের সময় শেষ হয়ে গিয়েছে। এমনকি বচসা হতে হতে একসময় তা হাতাহাতিতে পর্যবসিত হয়। এর পর ক্যাটারার কর্মীদের সঙ্গে বাড়ির লোকের ওই সংঘর্ষ থামাতে যান রবি। আর তখন তাকেও মারধর করে ক্যাটারার কর্মীরা বলে অভিযোগ। ওই যুবকের পাশাপাশি ওই পরিবারের আরও দু জন জখম হন ঘটনায়। রবি-সহ আহতদের সবাইকে ওই রাতে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। এর পর শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে আবার ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পর ঘটনার তদন্তে নামে জামুড়িয়া থানার পুলিশ। তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে অবশেষে যদুপতি পালকে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করলেন তদন্তকারী। এই ঘটনা নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘যদি কেউ অন্যায় করেন, তিনি ছাড়া পাবেন না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

হরিশচন্দ্রপুরের জমির সমস্যাকে কেন্দ্র করে দুষ্কৃতী হামলা ,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর