এই মুহূর্তে

টোটো থেকে পড়ে মাথা ফাটল বৃদ্ধের, আটমাসের অন্তঃসত্ত্বা হয়েও আসতে হল শুনানি কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে রাজ্যে একটার পর একটা মৃত্যু। SIR শুরু হওয়া থেকে খসড়া তালিকা প্রকাশের পর শুনানিতে ডাক, আতঙ্কে একের পর এক প্রানহানির ঘটনা ঘটছে। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি পর্বে হাজিরা দিতে এসে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন একজন ৭২ বছর বয়সী বৃদ্ধা। মাথা ফাটল তাঁর। শুধু তাই নয়, রবিবার ওই একই কেন্দ্রে ডাক পেয়েছিলেন এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হুগলির তারকেশ্বর। কেননা দুটি ঘটনাই তারকেশ্বর বিডিও অফিসের হিয়ারিং সেন্টারের। এই ঘটনা দুটিকে নিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। সূত্রের খবর, তারকেশ্বর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত এবং তাঁর স্ত্রী চিত্রলেখা সামন্ত, দুজনকেই শুনানির জন্য নোটিস ধরানো হয়েছিল। বৃদ্ধ অসুস্থ ছিলেন, তা জানার পরেও তাঁদের ডাকা হয়। সেইমতো তাঁরা আজ টোটোয় করে তারকেশ্বর বিডিও অফিসে উপস্থিত হন। দুজনের বয়সই ৭০-এর উর্ধ্বে।

কিন্তু টোটো থেকে নামার সময়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন ভরতচন্দ্র। মাথা ঘুরে পড়ে যান, ফলে তাঁর মাথা ফেটে যায়। তড়িঘড়ি তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন শুনানি কেন্দ্রে থাকা সদস্যরা। পৌঁছন বিডিও সীমা চন্দ্রও। এরপর বৃদ্ধকে এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধের মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। বৃদ্ধর স্ত্রী চিত্রলেখা সামন্ত জানিয়েছেন, অসুস্থ জানা সত্ত্বেও তাঁদের আজ দুপুর সাড়ে ১২টার মধ্যে আসতে বলা হয়েছিল। শুনানি কেন্দ্রে পৌঁছনোর পরেই তাঁর স্বামী অসুস্থ হয়ে ওঠেন।

গত ১৭ বছর ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। তবুও তাঁদের ডাকা হয়েছে শুনানিতে। অন্য দিকে, এ দিন তারকেশ্বরের বালিগোড়ি এলাকার বাসিন্দা নেহা পোদ্দারকেও আজ শুনানির জন্য ডাকা হয়। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু কমিশন ৮৫ ঊর্ধ্ব, অন্তঃসত্ত্বা এবং অসুস্থদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার পরেও শুনানি কেন্দ্রে অন্তঃসত্ত্বা নেহাকে হাজির থাকতে বলা হয়েছিল। তবে কাজ হয়েছে। এই দুটি ঘটনাকে পাশাপাশি রেখে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের স্থানীয় নেতা প্রভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘৭২ বছরের শিক্ষককে শুনানিতে ডাকা হয়েছে। তিনি অসুস্থ, সে কথা জানানো সত্ত্বেও তাঁদের ডাকা হয়। ৭২ বছরের এক প্রবীণকে এখন প্রমাণ দিতে হচ্ছে যে, তিনি এ দেশের নাগরিক। এটা লজ্জার।’ অন্যদিকে অন্তঃসত্ত্বা নেহাকেও শুনানিতে ডাকার জন্যে কমিশনের নিন্দা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ