এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাড়িতে হোম-স্টে খুললেই পেয়ে যাবেন দেড় লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি: নিজেদের বাড়ি থাকলেও অনেকেই সেই বাড়ি ভাড়া দিতে চান না। আবার টাকার অভাবে যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণও করতে পারেন না। এবার এই সব বাড়ির ক্ষেত্রে একটা বড় সুযোগ করে দিচ্ছে রাজ্যের পর্যটন দফতর(Tourism Department)। আপনার বাড়ির আশেপাশে যদি ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা থাকে বা সপ্তাহন্তে প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলিতে একান্তে কাটানোর মতো বাড়ি থাকে তাহলে আপনিও এই সুযোগ নিতে পারেন। কেননা সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে আপনাকে দেওয়া হবে দেড় লক্ষ টাকা। তবে অবশ্যই তার জন্য আপনাকে যথাযথ ভাবে আবেদন করতে হবে।

রাজ্য সরকার পর্যটন শিল্পের বিস্তারে ও তা ঘিরে কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিয়েছে। আর সেই জায়গাতেই দেখা যাচ্ছে হোম-স্টে(Home Stay) খোলার ওপর জোর দিলে কর্মসংস্থানের বৃদ্ধি হচ্ছে। যারা বাড়িতে হোম-স্টে খুলছেন তাঁরা তো লাভবান হচ্ছেনই, আশেপাশের বেকার যুবক-যুবতীরাও উপকৃত হচ্ছেন। দার্জিলিং ও কালিম্পং জেলায় এর হাতে নাতে প্রমাণ মিলেছে। দেশের মধ্যে হোম-স্টের সংখ্যার নিরিখে বাংলার(Bengal) স্থান চতুর্থ স্থানে। কিন্তু রাজ্য সরকার এখন চাইছে আগামী ৩ মাসের মধ্যেই বাংলাকে দেশের মধ্যে প্রথম স্থানে তুলে নিয়ে যেতে। রাজ্যের মধ্যে এখন শুধু কালিম্পং জেলাতেই রয়েছে ৫০০’র বেশি হোম স্টে। তারপরেই রয়েছে দার্জিলিং জেলা। সেখানে রয়েছে ৩০০’র কাছাকাছি হোম-স্টে। এর বাইরে জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা-সহ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে গুটিকয়েক হোম স্টে রয়েছে। সব মিলিয়ে রাজ্যে নথিভুক্ত হোম-স্টে’র সংখ্যা ৮০০’র কিছু বেশি। কিন্তু এই সংখ্যাটাই এখন বাড়াতে চাইছে রাজ্য সরকার।

রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, হোম-স্টে’র ক্ষেত্রে এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে জমি ও মিউটেশন সংক্রান্ত সমস্যা জিইয়ে থাকা। শুধু জলপাইগুড়ি জেলাতেই এই ক্ষেত্রে ২৯১টি হোম স্টে-র আবেদন পড়ে রয়েছে। এই ধরনের সমস্যা কাটিয়ে তোলার ক্ষেত্রে জেলা প্রশাসনগুলিকে জোর দিতে বলেছেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen)। সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা জেলায় যত বেশি সম্ভব হোম-স্টে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। এই জেলা গুলি ছাড়াও শান্তিনিকেতন, মন্দারমণি, টাকি, মায়াপুর, কালনার মতো পর্যটন স্থলগুলিতেও যাতে হোম-স্টে গড়ে টোলা যায় সেই দিকে নজর দিচ্ছে পর্যটন দফতর। আর এখানেই তাঁরা জানিয়েছেন, জেলাস্তরে পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রতিটি হোম স্টে-কে দেড় লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। পাশাপাশি যে সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগ্রহ বেশি, সেখানে বাংলার হস্তশিল্প ও ঐতিহ্যকে তুলে ধরতে আনন্দধারার ‘সৃষ্টিশ্রী’ বিক্রয় কেন্দ্র খোলার জন্য জেলাশাসকদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

জানা গিয়েছে, মানুষ যাতে নিজেদের বাড়িতে হোম-স্টে খুলতে পারেন এবং রাজ্যের তরফে আর্থিক সুবিধা পেতে পারেন তার জন্য চলতি মাসের মধ্যেই চালু করে দেওয়া হচ্ছে একটি পোর্টাল(Portal)। পোর্টালটি হোম স্টে সংক্রান্ত একাধিক কাজে ব্যবহার করা হবে। প্রথমত, এই পোর্টালটি মাধ্যমেই এবার থেকে রাজ্যে চালু হোম স্টে পলিসির অধীন ইনসেনটিভ স্কিমের জন্য আবেদন করা যাবে। যা এতদিন সশরীরে গিয়ে জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের জমা করতে হতো। অর্থাৎ যে আর্থি সুযোগসুবিধা প্রদানের কথা বলা হচ্ছে তা এই পোর্টালের মাধ্যমেই পাওয়া যাবে। মানে যিনি নিজের বাড়িতে হোম-স্টে খুলতে চান ও রাজ্যের তরফে আর্থিক সুবিধা পেতে চান তাঁকে এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। আবার, এই পোর্টালের মাধ্যমেই হোম স্টে সংক্রান্ত কাজের জন্য বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ও স্থাপন করা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

বহরমপুরে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন ও কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর