এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রামপুরহাটকাণ্ডে বিজেপিকে তুলোধনা পার্থ’র! ছাড় পেলেন না রাজ্যপালও

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট(Rampurhat) কাণ্ডে রাজ্যের শাসক দলকে চেপে ধরতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির সভাপতি যেমন রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তেমনি রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের। বিজেপি(BJP) ইতিমধ্যেই যেমন কলকাতা হাইকোর্টে রামপুরহাট কাণ্ডে নিয়ে মামলা দায়ের করার অনুমতি আদায় করে নিয়েছে তেমনি কেন্দ্র সরকারও(Central Government) এই ঘটনা খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে। পাশাপাশি বিবৃতি দিয়েছেন রাজ্যপাল(Govornor)। এবার এই সব নিয়ে বিজেপি ও রাজ্যপালকে আক্রমণ শানলেন তৃণমূলের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। এদিন তিনি সাফ জানিয়েছেন, রামপুরহাটের ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র। রাজ্যের সম্মানহানি, মর্যাদাহানি করার লক্ষ্য নিয়ে ও রাজ্যজুড়ে অস্থিরতা তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।  

এদিন রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মস্তিষ্কে যাদের স্থিরতা নেই তাঁদের বলবটা কী? যে কোনও একটা ইস্যুতে তাঁরা কথা বলেন। আমরা তো বলছি এটা মূলত একটা রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে এই রাজ্যের সম্মানহানি ঘটে, মর্যাদাহানি ঘটে। সেখানে তাঁরা সুযোগ বুঝেই রাজ্যপালকে ফোন করেছে। রাজভবনে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বিধানসভায় বিবৃতি দিয়ে বিধানসভায় জানানো হয়েছে, সেটুকুও তাঁরা জানে না। যে কোনও জায়গায় তাঁরা যেতে পারেন। কিন্তু এই মুহুর্তে দেখতে হবে সেই এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। যাতে কোনওরকম উত্তেজনা তৈরি করা না যায়। সেই দিকেই সরকারের লক্ষ্য, প্রশাসনের লক্ষ্য।’

এদিনের ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা পরে দাবি করেছেন রাজ্যপাল দার্জিলিং থেকে ফিরে রামপুরহাটে যাবেন। সেই প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘রাজ্যপালের বিবৃতি নিয়ে মন্তব্য করতে চাই না। কেননা তিনি কখন যে কী বলেন তাই জানি না। রাজ্যপালের আসন থেকে তিনি এমন এমন কথা বলেন তা মাঝে মধ্যেই মনে হয় কোনও রাজনৈতিক দলের কন্ঠস্বর। রাজ্যপাল পদের যে মাধুর্য, যে সম্মান, যে মর্যাদা রয়েছে তা তিনি নিজেই মানেন না। তাই বারে বারে টুইট, আর এই হাস্যকর মন্তব্য। রাজ্যের রাজ্যপাল হয়েও রাজ্যের মানুষের প্রতি তাঁদের সংঘবদ্ধ থাকা তাঁদের সংহতি, তাঁদের উন্নয়ন নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। কেন্দ্রে বঞ্চনার বিরুদ্ধেও কোনওদিন সরব হননি। তিনি সব সময়েই বিরোধী দলের মানে কেন্দ্রের শাসক কূলকে তোয়াজ করেই মন্তব্য করেন। আর রাষ্ট্রপতি শাসন চাই সেটা তো ২০২১ থেকেই শুনে আসছি। ২০০ পার করার ডাক দিয়েছিল, এ রাজ্যের মানুষ গঙ্গা পার করে দিয়েছে। তারপরেও শিক্ষা হয়নি। এটা খোকাবাবুদের দল হয়ে গিয়েছে। অনেক কিছু চাইতেই পারেন। যখন যা মনে হচ্ছে তখন তাই চাই। কোথাও প্রাপ্তি নেই, শুধু চাওয়া আছে।’

রামপুরহাট কাণ্ডে কেন্দ্র সরকার একটি টিম পাঠাচ্ছে বাংলায়। সেই প্রসঙ্গেও আক্রমণ শানিয়েছে পার্থবাবু। তিনি জানান, ‘আমরা বলছি রাজনৈতিক ষড়যন্ত্র। কোন বিরোধী দল সেই ষড়যন্ত্র করেছে সেটা তো সংবাদমাধ্যম বলতে পারবে। একটা তো চেষ্টা চলছে রাজ্যে অস্থিরতা তৈরির। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের রথযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। প্রথম থেকেই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বলে চিৎকার করে একটা বিশৃঙ্খল অবস্থার চেষ্টা চলছে। পরাজিত হয়েও তাঁদের কোনও শিক্ষালাভ হয়নি। রাজ্যপাল একা কেন কেন্দ্রীয় টিমও রামপুরহাট যেতেই পারেন। কিন্তু আমাদের জিজ্ঞাসা কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশে যে এত ঘটনা ঘটছে সেখানে কী টিম পাঠানো হয়েছে? দিল্লির বুকে এত ঘটনা ঘটে সেখানে কী কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যের মানুষেরা শান্তিতে, সুখে, সম্প্রীতির মধ্যে, উন্নয়নের মধ্যে বসবাস করছেন বিরোধীরা তা বানচাল করতে চাইছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোঘাটের মাটিতে সিপিএমের সন্ত্রাসের স্মৃতি ফেরালেন মমতা

রতুয়ার ৭০ টি পরিবারের ত্রিপলের ঘরে নেই বিদ্যুৎ, খাবার অপ্রতুল্য

‘সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে অশান্তি’, সতর্ক বার্তা মমতার

প্রচারের শেষ দিনে বেরিয়ে মানুষের মুখে হাসি দেখলেন রচনা

শান্তনুর বিরুদ্ধে প্রার্থী তাঁরই প্রাক্তন আপ্ত সহায়ক, অস্বস্তিতে বিজেপি

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর