এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অর্জুন নয়, ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হতে পারেন পবন

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: দল বদলের পরেও শান্তি নেই অর্জুন সিংয়ের(Arjun Singh) মনে। কেননা তাঁকে নিয়ে অসন্তোষ এখন ক্রমশ তীব্র হচ্ছে পদ্মের অন্দরে। কেউ প্রকাশ্যে মিডিয়ার সামনে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন তো, কেউ চার দেওয়ালের অন্দরে। আর এই ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছছে দিল্লিতে পদ্মের শীর্ষ নেতৃত্বের কাছেও। তাঁদের কাছে স্পষ্ট বার্তা চলে গিয়েছে, অর্জুন সিং বাংলার মাটিতে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা(Barracpur Constituency) কেন্দ্র থেকে আবারও ২৪’র ভোটযুদ্ধে(Loksabha Election 2024) বিজেপির প্রার্থী হলে এলাকার সব পদ্মকর্মী বসে যাবেন। দলের হয়ে কেউ কাজ করবেন না। আর দলের নীচুতলার কর্মীদের এই মনোভাব ভাবতে বাধ্য করছে দলের শীর্ষ নেতৃত্বকেও। আর সেই জায়গা থেকেই তাঁরা এবার বিকল্প পথের সন্ধান করছেন। বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরে অর্জুনের জায়গায় বিজেপির প্রার্থী করা হতে পারে তাঁর ছেলে পবন কুমার সিংকে(Pawan Kumar Singh)। যদিও সেই নামেও আপত্তি আছে কারও কারও।

অর্জুন দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক। বাম জমানাতেও তিনি হার্মাদদের চোখে চোখ রেখে লড়াই করে গিয়েছেন লালপার্টির বিরুদ্ধে। কোনওদিন মাথা নত করেননি। তাই শুধু ব্যারাকপুর মহকুমাতেই নয়, রাজ্যজুড়েই বাম বিরোধী ভোটারদের মধ্যে অর্জুনের প্রতি একটা সহানুভূতি আছে। এমনকি উনিশের ভোটে ব্যারাকপুর থেকে দীনেশ ত্রিবেদীকে তৃণমূলের প্রার্থী করা অনেকেই মেনে নিতে পারেননি। সেই নির্বাচনের আগেই দল বদলে, জার্সি বদলে অর্জুন গিয়েছিলেন পদ্মে। ছেড়ে দিয়েছিলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক পদও। সেই নির্বাচনে অর্জুন শুধু যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে বিজেপির সাংসদ হন তাই নয়, ছেলে পবম কুমার সিংকেও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতিয়ে বিধায়ক বানিয়ে দেন। পরে অর্জুন আবারও তৃণমূলে ফিরে এলেও পবন কিন্তু তৃণমূলে যোগ দেননি। তিনি বিজেপিতেই থেকে গিয়েছিলেন। এখন অর্জুন যখন ২৪’র ভোট যুদ্ধে তৃণমূলের টিকিট পাননি, তখন তিনি ফের পাল্টি মেরে বিজেপিতে ফিরে গিয়েছেন। কিন্তু তাঁর সেই প্রত্যাবর্তন এখনও মন থেকে মেনে নিতে পারেননি ব্যারাকপুর মহকুমার বিজেপির ভোটার থেকে কর্মী ও সমর্থকেরা। তাঁদের সেই ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছেছে দিল্লিতে।

এমনিতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই একুশের ভোটযুদ্ধে জিতে গিয়েছে তৃণমূল। সবাই ভেবেছিল, ৭টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে যাবে। কিন্তু সেই হিসাব মেলেনি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা আমডাঙা, নৈহাটি, বীজপুর, জগদ্দল, মোয়াপাড় ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। কেবলমাত্র ভাটপাড়া গিয়েছে বিজেপির দখলে। সেখানে জয়ী হয়েছেন অর্জুনেরই ছেলে পবন। শুধু তাই নয়, একুশের ভোটের নিরিখে এখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ৭০ হাজারেরও বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে আছে। এই ব্যবধান লোকসভা নির্বাচনের ক্ষেত্রে খুব বড় ব্যবধান বলে চিহ্নিত না হলেও পদ্মের শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে অর্জুনের বার বার জার্সি বদলের ঘটনা। যদি তাঁকে দল ফের প্রার্থীও করে, যদি তিনি আবারও জয়ী হন, তারপরেও প্রশ্ন থাকবে, তিনি আবারও তৃণমূলে ফিরে যাবেন না তো? তাই আপাতত অর্জুনের ফোকাস করতে চাইছেন না পদ্মের শীর্ষ নেতৃত্ব। পরিবর্তে তাঁদের নজরে আছেন অর্জুন পুত্র পবন। তাঁকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। তবে সেখানেও আপত্তি আছে এলাকার নীচুতলার কর্মীদের মধ্যে। তাঁরা চাইছেন, বাপ-ব্যাটার জমিদারির বাইরে গিয়ে কাউকে প্রার্থী করুক দল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

তেহট্টে বিজেপিকে কাঠগড়ায় তুলে মহুয়ার হয়ে ব্যাটন ধরলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর