এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জঙ্গলমহলে মাওদের থেকে মুখ ঘুরিয়েছে জনতা, জয় মমতারই

নিজস্ব প্রতিনিধি: বার বার পোস্টার উদ্ধার। সেই সঙ্গে একাধিক ল্যান্ডমাইনের খোঁজ মেলা। এই দুই ছবিই বলে দিচ্ছিল ফের জঙ্গলমহলকে অশান্ত করে তোলার চক্রান্ত চললে মাও(Maoists) মহলে। সেই আশঙ্কাকে যে খুব একটা ভুল নয় সেই বিষয়ে প্রামাণ্য তথ্য উঠে এল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর হাতে। তাঁরা জানতে পেরেছেন, জঙ্গলমহলের(Junglemahal) জেলাওয়াড়ি সংগঠনের পুরনো লিঙ্কম্যানদের(Linkmen) নামের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছেন এরাজ্যের এক মাওবাদী শীর্ষনেতা। মূলত এ রাজ্যে যে সব পূর্বতন মাও লিঙ্কম্যানরা হোমগার্ডের(Home Guard) চাকরি পাননি, এখন নতুন করে তাঁদের সঙ্গেই আবার যোগাযোগ শুরু করেছেন মাও নেতারা। লক্ষ্য এদেরকে ফের সংগঠিত করে জঙ্গলমহলে নিজেদের কাজ আবার আগেকার মতো করে শুরু করা। এই তথ্য যতটা উদ্বেগের ঠিক ততটাই সুখবর রাজ্য সরকারের কাছে। কেননা গোয়েন্দারা এটাও জানতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) জনমুখী উন্নয়নমূলক কাজ ও একাধিক আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া জঙ্গলমহলের জনতার কাছ থেকে আর কোনও সাহায্যি পাচ্ছে না মাওবাদীরা।  

লিঙ্কম্যান নিয়ে কী তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী? জঙ্গলমহলে মাওবাদী দমনে অংশ নেওয়া একটি কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। তাঁরা জানতে পারেন, বাংলার জঙ্গলমহলে রাজ্য ও কেন্দ্র সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে মাওবাদীরা। তার জন্য স্থানীয় বাসিন্দাদের কাজে লাগাতে মরিয়া তারা। কিন্তু ২০০৮ সালের মতো জনসমর্থন এখনও জোটেনি মাওবাদীদের কপালে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত ধরে জঙ্গলমহলের জনতা যে আর্থসামাজিক সুযোগ সুবিধা পাচ্ছে, এলাকার যে উন্নয়ন ঘটছে, তা আর হারাতে চাইছেন না জঙ্গলমহলের জনতা। তাই মাওবাদীরা হাজারো চেষ্টা করেও এখনও অবশি জঙ্গলমহলের আমজনতার সমর্থন আর পাচ্ছে না। তাই তাঁদের নজর এখন পড়েছে পূর্বতন মাও লিঙ্কম্যানদের প্রতি যারা এখনও রাজ্য সরকারের ঘোষণা মতো রাজ্য পুলিশে হোমগার্ডের চাকরি পায়নি। আর সেই না পাওয়ার জায়গা থেকে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটাকেই এখন কাজে লাগাতে চাইছেন মাও নেতারা।

সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মতে, এতে দ্বিমুখী লাভ হতে পারে। প্রথমত, ক্ষুব্ধ ভূমিপুত্রদের আন্দোলনে শামিল করা গেলে, জঙ্গলমহলের মাটিতে রাজ্য ও কেন্দ্র সরকার বিরোধী ভিত জোরদার হবে। দ্বিতীয়ত, আন্দোলন দানা বাঁধলে, আমজনতার সমর্থনও তখন মিলবে যা এখন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ফের হিংসার বাতাবরণ তৈরি করা সুবিধাকর হ্যে উঠবে। মাওবাদী দলের রাজ্য সম্পাদক বিকাশের নেতৃত্বেই এখন এই হোমগার্ডের চাকরি না পাওয়া মাও-লিঙ্কম্যানদের নামের তালিকা তৈরির কাজ জোরকদমে চলছে। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা ধরে ধরে এই কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের পাশাপাশি মাও সংগঠনের লিঙ্কম্যান এবং কেএলও জঙ্গিদের হাতে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। কিন্তু অভিযোগ, অনেক লিঙ্কম্যান এখনও সেই হোমগার্ডদের চাকরি পায়নি। এখন এদেরকেই কাজে লাগাতে চাইছেন মাও নেতারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালির গৃহবধূকে বাড়িতে গিয়ে হুমকি রেখার

ভোট চলাকালীন বীরভূমে মৃত্যু জওয়ানের

চতুর্থ দফার প্রথম ২ ঘন্টাতেই কমিশনে জমা ৪৯২টি অভিযোগ

প্রথম ২ ঘন্টায় বাংলার ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৫.২৩ শতাংশ

ভোট আবহে কেতুগ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর, আটক ২

সরাসরি: দুপুর  ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৭ %, এগিয়ে পূর্ব বর্ধমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর