এই মুহূর্তে




পার্কস্ট্রিটের হোটেলে যুবক খুনে কিনারা, ওড়িশা থেকে পুলিশের জালে ২

নিজস্ব প্রতিনিধি: পার্কস্ট্রিট হোটেলে রাহুল লাল খুনের কিনারা করল লালবাজার। ওড়িশা থেকে গ্রেফতার হল ২। ধৃতদের নাম শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা। হোটেলে খুন করে গা ঢাকা দিয়েছিল তারা। দু’জনকেই ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। ২২ অক্টোবর রাহুল লাল নামে ওই যুবককে খুন করে পালিয়ে যায় শক্তিকান্ত ও সন্তোষ। তদন্ত চালাচ্ছিল লালবাজার। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে ওড়িশা থেকে লালবাজারের আধিকারিকরা পাকড়াও করে দু’জনকে। গত ২৪ শে অক্টোবর পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার হয়েছিল রাহুল লালের দেহ। গলায় বেডশিট পেঁচিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। এই খুনের মোটিভ কি তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের ওড়িশা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

নিহত যুবক রাহুল লালের নামে রয়েছে ক্রিমিনাল রেকর্ড ছিল। ৫টি থানায় তার বিরুদ্ধে ছিল অভিযোগ। চুরি ও প্রতারণা সহ একাধিক অভিযোগ থাকার ফলে পুলিশ সেই বিষয়গুলিও খতিয়ে দেখছিল। ২২ অক্টোবর হোটেলে ২ জনের সঙ্গে এসেছিল রাহুল। সেই সময় ২টি আধারকার্ড দেওয়া হয়েছিল। কিন্তু আধারকার্ড দুটি ভুয়ো ছিল বলে পুলিশ জানতে পারে। হোটেলে আসার কিছুক্ষণ পর একজন, আর কিছুক্ষণ পর অন্যজন বেরিয়ে যায়। পরের দিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে ঘর খুলে বক্সখাট থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ক্রিমিনাল রেকর্ড রয়েছে রাহুলের নামে। দামী জিনিস চুরি করে ভিন রাজ্যে পাচার করত সে। পুলিশের অনুমান ছিল, এবারও চুরির জিনিস হাত বদল করার সময় খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রতারণা ও চুরি সংক্রান্ত একাধিক অপরাধে নাম জড়িয়েছে রাহুলের। আসলে কেন খুন করা হল রাহুলকে তা শক্তিকান্ত ও সন্তোষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চাইছে পুলিশ।

পুলিশের ধারণা পরিকল্পনা করেই রাহুলকে নিয়ে আসা হয়েছিল হোটেলে। খুনের পিছনে অনেক ভাবনা চিন্তা করেছিল অভিযুক্তরা। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পোস্টমর্টেমে পেটে মিলেছে মদ। তারপরেই ধারণা করা হয় মদ খাইয়ে বেডশিট গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপরে সেই চাদর নিয়ে চলে গিয়েছে আততায়ীরা। কোনও ভাবেই যাতে তারা ধরা না পড়ে তার পরিকল্পনা আগেই করা ছিল। মদের বোতল ও সিগারেটের টুকরো নিয়েও পালায় তারা। পুলিশের প্রথম থেকেই অনুমান ছিল খুন করে ওড়িশায় পালিয়েছে দুষ্কৃতীরা।  তাদের খোঁজে ওড়িষায় গিয়ে অবশেষে হত্যাকারীদের নিয়েই কলকাতায় ফিরছেন তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ