এই মুহূর্তে




পুখুরিয়াতে দশম শ্রেণীর নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার পুকুর থেকে

নিজস্ব প্রতিনিধি পুখুরিয়া: তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানার(Pukhuria P.S.) সম্বলপুর হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম নিশাদ বানু। বয়স ১৬ বছর। মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি রতুয়ার ভালুকা এলাকায়। ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকাল বেলা বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তার সাথে নিশাদ বানুর (Nisad Banu)সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে(Malda Hospital) পাঠায়।

ওই যুবককে জিজ্ঞাসা বাদের জন্য ডাকা হয়েছে থানায়। পরিবারের অভিযোগ ওই যুবক পরিকল্পিতভাবে এই খুন করেছে। দশম শ্রেণীর ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত ছাত্রীর পরিবারের সকল সদস্যদের বয়ান রেকর্ড করেছে। মৃত ছাত্রীর মোবাইলের তথ্য যাচাই করছে পুলিশ। ওই যুবকের সাথে মৃত ছাত্রীর কথোপকথন খতিয়ে দেখছে পুলিশ। কতদিন থেকে ওই যুবকের সঙ্গে দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক তা পুলিশ জানার চেষ্টা করছে।

দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল কিনা সেই সূত্র খুঁজছে পুলিশ। ওই যুবক মোবাইল ফোনে ছাত্রীকে ডেকে বাড়ির বাইরে দেখা করতে বলেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহের ময়না তদন্তের পর ওই ছাত্রীর মৃত্যু ঠিক কিভাবে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হবে পুলিশ। পরিবারের লোকজন এই মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত এবং দোষীর কঠোর শাস্তি দাবি করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, SSKM হাসপাতালে স্থিতিশীল

বাঁকড়াতে মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, প্রতিবন্দী ছেলে অসহায় হয়ে বসে আছে নিচে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম

মালদা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে,সরানো হল জেলার এসপি’কে

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, পুজোয় টানা ১২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা

১০ জেলার পুলিশ সুপার সহ ১৭৫ জন ইন্সপেক্টরকে আচমকা বদলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ