এই মুহূর্তে




রঘুনাথগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার উপ-প্রধানের দুই ভাই




নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলাটোলা গ্রামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল খোদ উপ প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ(Bablu Sk)। বয়স ৫৩ বছর ।বাড়ি পাতলাটোলা গ্রামে(Patlatola Village)। মৃত ব্যক্তির ভাইপো জামিরুল শেখের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল ।তখন থেকেই বেশ কিছু পরিবার পাতলাটোলা এলাকায় তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। তিনি আরো বলেন যে, সকল পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে ,তারা সবাই তৃণমূলেরই সমর্থক।

তিনি নিজেও তৃণমূলের সমর্থক। সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছিল বেশ কিছু পরিবার। আর বাড়ি ফিরে আসার পর সোমবার সন্ধ্যেয় পাড়ার এক চা দোকানে বসেছিলেন বাবলু সেখ । সেখানে তাকে এক ব্যক্তি রড দিয়ে বুকের পাঁজরে সজরে আঘাত করলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথেই জঙ্গিপুর মহকুমা হসপিটাল নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান(Upa Pradhan) তারু সেখ ও তার অনুগামীরা এই বচসা তৈরি করে বলে অভিযোগ। আর সেই কারণেই গ্রাম ছাড়া হয় বেশ কিছু পরিবার। আগেও মারধর করা হয়েছে ।আজকে আবার মারধর করা হয় এবং পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । মৃত ব্যক্তির ছেলে কুদ্দুস, জানান কি কারনে আজকের মারধর সে বিষয়ে তারা কিছু জানেন না।

লোকসভা নির্বাচনের পর ঝামেলা হয় তারপর থেকে তারা প্রায় পাঁচ মাস গ্রাম ছাড়া ছিলেন। তৃণমূল নেতৃত্বদের সাথে কথা বলেই তারা গ্রামে ফিরেছিলেন। তারপরে আবারো এই ধরনের ঘটনা কেন ঘটলো বুঝে উঠতে পারছেন না তিনি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) পুলিশ। পুলিশ তদন্তে নেমে বাবলু শেখের খুনের অভিযোগে উপ প্রধান কারু সেখের দুই ভাই তানজিল শেখ(Tanjil Sk) ও হারু শেখকে(Haru Sk) গ্রেফতার করে। তাঁদের মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহাকুমা আদালতে(Jangipur Court) পেশ করে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ