এই মুহূর্তে




‘রাজনীতি নয়’, সন্দেশখালি খ্যাত রেখা যাওয়ার আগে এলাকা ছাড়লেন সরবেড়িয়ার রবীন মণ্ডল




নিজস্ব প্রতিনিধি,সরবেড়িয়া: শুক্রবার দুপুর বেলা সন্দেশখালির পুরাতন সরবেড়িয়ায় মন্ডল পরিবারের সঙ্গে দেখা করতে যান রেখা পাত্র। তিনি বলেন আমি কথা বলতে গিয়েছিলাম।কিন্তু শুনলাম শাহজাহান বাহিনী লোকজন তাদেরকে সরিয়ে দিয়েছে। বাড়ি তালা মারা ।আমরা মন্ডল পরিবারের পাশে আছি। কিন্তু সূত্রের খবর, মন্ডল পরিবারে সদস্যরা রেখা পাত্রের(Rekha Patra) সঙ্গে দেখা করতে চাইনি শুক্রবার। রেখা পাত্রে যাবে বলে আগে থাকতেই তারা বাড়ি তালা মেরে চলে যান। মাছ ব্যবসায়ী রবীন মন্ডল বলেন, রেখা পাত্র আসবে আমরা জানি না ।আমাদেরকে জানিয়ে আসেন নি। আমি বাড়িতে নেই। বাড়িতে অন্যরা ছিল ।এর থেকে আর বেশি কিছু বলতে পারব না। রীতিমতো রেখা পাত্র শুক্রবার তার বাড়িতে গিয়ে প্রত্যাখিত হয়েছেন ,তার মন্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেল।হুমকির পর কার্যত গৃহবন্দী মন্ডল পরিবারের (Mandal Family)সদস্যরা।

বাড়ির ছোট ছোট স্কুল কলেজের পড়ুয়ারা স্কুল কলেজে যেতে পারছে না। এমনকি টিউশনি পড়তেও যেতে পারছে না ভয়ে। বাড়ির বাইরে বেরোলেই যে কোন সময় প্রাণঘাতী হামলা হতে পারে। শেখ শাহজাহানের অনুগামীরা সন্দেশখালির বিভিন্ন আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। তারা যেকোনো সময় এই মন্ডল পরিবারের সদস্যদের উপর হামলা চালাতে পারে। শুধু তাই নয় ,মন্ডল পরিবারের অন্যান্য সদস্যরা বাজারে ও অন্যান্য কাজে বাড়ির বাইরেও বের হতে পারছে না। যেকোনো সময় তাদের উপর হামলা হতে পারে। একেবারে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। তাদের দাবি অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।প্রায় ১৩ মাস জেলবন্দি সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। এখন তিনি জেলে বসেই নাকি ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।সরবেড়িয়া অঞ্চলের একটি পরিবারের দাবি, ইডি(ED) এবং সিবিআইয়ের(CBI)কাছে অভিযোগ করেছে বলে তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাহজাহান সহ তার সাগরেদরা এমনটাই অভিযোগ। আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মণ্ডল পরিবারের সদস্যেরা।

সন্দেশখালির পুরাতন সরবেড়িয়া(Sarberia) এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের। সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে যে বড় বাজারটি রয়েছে, সেটা ওই পরিবারের জমির উপর তৈরি বলে দাবি। রবীন মণ্ডল পরিবারের অভিযোগ, তাদের জায়গা দখল করে ওই বাজার তৈরি করেছিলেন তৎকালীন প্রভাবশালী নেতা। জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছে অভিযোগও করে ওই পরিবার। অভিযোগের তদন্তে ওই বাজারে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও সেই মামলা ঝুলে আছে।মণ্ডল পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে শাহজাহানের ‘অনুগামী’ মফিজুল মোল্লা ফোন করেন তাদের। ফোনটি ধরেন পরিবারের কর্তা রবীন মণ্ডল(Rabin Mandal)। তখন ‘কনফারেন্স কল’-এ শাহজাহান তাকে হুমকি দেন বলে জানিয়েছেন রবীন বাবু। তার পর থেকে আতঙ্কিত মন্ডল পরিবার। রবিন বলেন, ‘‘মফিজুল মোল্লা শাহজাহানের অনুগামী। শাহজাহানের মাছের আড়তে কাজ করত। মফিজুল হঠাৎই বলে, ‘ভাই ফোন করেছে, কথা বল।’ আমি তখন ফোন ধরে বলি, ‘কে বলছেন?’ ফোনের উল্টো দিক থেকে বলে, ‘আমি শেখ শাহজাহান বলছি।’ তার পরে বলে, ‘খুব বাড় বেড়েছিস। তোরা মার্কেট নিয়ে অতি বাড়াবাড়ি করছিস। তোদের বাড়িঘর ভাঙচুর করব। বোমাবাজি করে দেব। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব।’

মণ্ডল পরিবারের বয়স্কা সদস্য শিখা মণ্ডল(Sikha Mandal) বলেন, ‘‘ফোনে হুমকি দেওয়ার পরে আমরা আতঙ্কে আছি। বাড়ির গেটে তালা বন্ধ করে বসে আছি। প্রতিবেশীদের দিয়ে বাজারহাট করাচ্ছি। আমরা এর সুরাহা চাই।’’ অন্য দিকে, যার ফোন থেকে রবীনের কাছে ফোন এসেছিল, সেই মফিজুল জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমার সঙ্গে কারও কথা হয়নি।’’ গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকেরা। তার কয়েক দিন পরে সন্দেশখালিতে শাহজাহান(Sahazahan) ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফুঁসে ওঠেন স্থানীয়দের বড় অংশ। সন্দেশখালির কয়েক জন মহিলা নির্যাতনের অভিযোগ করেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। ওই বিতর্ক পরে রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে দেশে ছড়িয়ে পড়ে। নারী নির্যাতন, জমিদখল, মাছের ভেড়ির লিজ়ের টাকা না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগে বিজেপি-সহ বিরোধী দলগুলি পথে নামে। যদিও প্রথম থেকে নারী নির্যাতনের বিষয়টি সাজানো বলে দাবি করে তৃণমূল। ঘটনাক্রমে গ্রেফতার হয়েছেন শাহজাহান এবং তার কয়েক জন অনুগামী। এখনও জেলবন্দি তারা। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ন‍্যাজাট থানায় কোনো রকম অভিযোগ দায়ের হয়নি। শাহজাহানের স্ত্রী দাবি করেছেন তার স্বামী এরকম কোন হুমকি ফোনে দেননি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

“মারতে মারতেই ওরা ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করেছে”, ওড়িশায় চরম হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা

কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর