এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন না, দাবি শঙ্কর আঢ্যর

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেশন দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর দাবি, ‘প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে চিনতেন না। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কোনও দিন আর্থিক লেনদেন হয়নি।’ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হলে কেন তাঁকে বনগাঁ পুরসভার ভোটে তৃণমূলের টিকিট দেওয়া হল না সেই প্রশ্নও তুলেছেন তিনি।  

রেশন দুর্নীতি মামলায় ইডির(ED) হাতে গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সল্টলেকের ইডির দফতর থেকে বেরনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কোনও দিন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতাম না। যদি আমার সঙ্গে সুসম্পর্ক হতো তাহলে কেন পুরসভার ভোটে টিকিট দেওয়া হলো না?’

গত শুক্রবার ইডি অধিকারিকরা পৌঁছে গিয়েছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতেই শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর অনুযায়ী, তাকে জেরা করে আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে বেআইনি অর্থ কোথায় কিভাবে গিয়েছে সেই সূত্র জানার প্রক্রিয়া জারি রেখেছে। এদিকে,ফেমা আইনে এবার খাদ্য দুর্নীতি মামলায় পৃথক ধারা প্রয়োগ করতে চলেছে ইডি। সূত্রের খবর অনুযায়ী, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে এই আইনে মামলা করার চিন্তাভাবনা শুরু করেছে ইডি। কারণ ইতিমধ্যে তদন্তে নেমে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান(Chairman) খাদ্যবন্টন দুর্নীতিতে যে অর্থ রোজগার হয়েছে তা তিনি বিদেশে হাওলার মাধ্যমে পাচার করেছে বলে ইডি জানতে পেরেছে।

শুধু তাই নয়, খাদ্যবন্টন ও শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন সময় বিদেশে পাচার করে বা সেই টাকায় সোনার কিনে অন্যত্র সরানোর নানা প্রমাণপত্র ইতিমধ্যে ইডি সংগ্রহ করেছে। ইডি সূত্র অনুযায়ী, খাদ্য বন্টন দুর্নীতির হাজার হাজার কোটি কোটি টাকা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের হাত দিয়ে পৌঁছে যায় বিদেশে। ইডি অফিসারদের দাবি খাদ্য বন্টন দুর্নীতি মামলায় দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে থাকলে তার মধ্যে কয়েক হাজার কোটি টাকার সোনা কেনা হয়েছিল। এই বৈদেশিক লেনদেনের সূত্র ধরতেই এবার ধৃত শঙ্কর আঢ্য ও পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে ফেমা আইনে মামলা রুজু করার পথে হাঁটছে সিজিও কমপ্লেক্স। শুধু এই দুজন নয় এ পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায় আগে গ্রেফতার হওয়া বাকিবুল সহ অন্যান্যদের ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখছে ইডি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,ফেমা আইনে মামলা রুজু হলে সেক্ষেত্রে জামিন পাওয়া দুঃসাধ্য হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোঘাটের মাটিতে সিপিএমের সন্ত্রাসের স্মৃতি ফেরালেন মমতা

রতুয়ার ৭০ টি পরিবারের ত্রিপলের ঘরে নেই বিদ্যুৎ, খাবার অপ্রতুল্য

‘সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে অশান্তি’, সতর্ক বার্তা মমতার

প্রচারের শেষ দিনে বেরিয়ে মানুষের মুখে হাসি দেখলেন রচনা

শান্তনুর বিরুদ্ধে প্রার্থী তাঁরই প্রাক্তন আপ্ত সহায়ক, অস্বস্তিতে বিজেপি

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর