এই মুহূর্তে




মালদা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে,সরানো হল জেলার এসপি’কে

নিজস্ব প্রতিনিধি: মালদা : একের পর এক ঘটনা মালদা জেলায়। প্রকাশ্যে গুলি। প্রকাশ্যে হামলা। প্রকাশ্যে মাদক পাচার অথবা অস্ত্র চোরাচালান। অপরাধের ম্যারাথন দৌড় শুরু হয়েছে। যা রুখতে ব্যর্থ স্থানীয় প্রশাসন। এমনই অভিযোগে সোচ্চার বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত বদলি হলেন এর জেরে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন অভিজিৎ ব্যানার্জি(Avijit Bandopadhay)। আসছেন তিনি পুরুলিয়া জেলা থেকে। ওই জেলায় তিনি এতদিন পুলিশ সুপারের পদে ছিলেন। দক্ষতার সঙ্গে কাজ করেছেন সেখানে। চলতি বছরের শুরুতেই মালদায় খুন হন তৃনমূল নেতা বাবলা সরকার। সেই খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অপদার্থ এসপি’র জন্য বাবলা(Babla) খুন হয়ে গেল।

তবুও বহাল তবিয়তে এক বছর দিব্যি ব্যাটিং করে গেলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব(SP Pradip Kumar Jadav)। কিন্তু খুন বন্ধ হয়নি। খুনের ধারা বহাল রয়েছে ওই জেলায়। যখন তাঁর বদলির নির্দেশ এল, তখন পর পর দুই দিন গুলিতে খুন হয়েছেন দুই জন। গুলি ছুঁড়ে হামলা হয়েছে এক রেশন ডিলারের বাড়িতে। সালিশি সভায় কুপিয়ে খুন করা হয়েছে এক জনকে। জখম ৫। এরই মধ্যে মালদা পুলিশ সুপার বদলি। সব মিলিয়ে চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে জেলা পুলিশ মহলে।

এদিকে বিরোধীদের অভিযোগ রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে তলানিতে এসে ঠেকেছে। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে মালদা জেলায়। পুলিশের কোন ভূমিকা নেই জেলায়। এর পাল্টা জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য পুলিশ তৎপরতার সাথে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে যথেষ্ট তৎপর রয়েছে পুলিশ। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে মালদা জেলা শহর রাজ্যের ১০ জেলার পুলিশ সুপারসহ ১৭৫ জন রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদে রদবদল ঘটানো হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, SSKM হাসপাতালে স্থিতিশীল

বাঁকড়াতে মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, প্রতিবন্দী ছেলে অসহায় হয়ে বসে আছে নিচে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, পুজোয় টানা ১২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা

১০ জেলার পুলিশ সুপার সহ ১৭৫ জন ইন্সপেক্টরকে আচমকা বদলি

সমাজমাধ্যমে পরিচয়, বন্ধুর সঙ্গে দেখা করতে সুদূর প্যারিস থেকে তুফানগঞ্জে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ