এই মুহূর্তে

ভোল বদল শান্তনু ঠাকুরের, অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দিতে এলে আপত্তি নেই

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার পর ডিগবাজি খেলেন। ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না বলে হুমকি দিয়েছিলেন তিনি। পাল্টা মমতাবালা ঠাকুরপন্থি মতুয়ারা হুমকি দিয়ে বলেছিলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avisekh Bandopadhay)বাধা পায় তবে ঠাকুরবাড়িতে রক্ত স্নান হবে। এরপর বেগতিক বুঝতে পেরে রবিবার শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে যদি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ আসেন, তবে পুজো দিতে দেওয়া হবে না। তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তারক্ষী নিয়ে এসে পুজো দিয়ে চলে গেলে কোনও আপত্তি নেই তাঁর। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই শান্তনু ঠাকুর(Shantanu Thakur) পিছুপা হয়েছেন বলে মনে করছে ঠাকুরনগরের মতুয়ারা।

অশোকনগর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি পরিদর্শনের গণ্ডি বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারির পথে না গিয়ে সুর নরম করলেন শান্তনু ঠাকুর। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে শীতের মরসুমে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। অশোকনগর একেরতিন মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর।মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। এসআইআর(SIR) থেকে শুরু করে রাজ্যবাসী যেভাবে বঞ্চনার শিকার হচ্ছেন সেই বিষয়টিও তুলে ধরে বার্তা দেন বিজেপির এই নেতা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ৯ তারিখ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার কথা ঘোষণা করেছেন। সেই প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে যদি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ আসেন, তবে পুজো দিতে দেওয়া হবে না।

তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তারক্ষী নিয়ে এসে পুজো দিয়ে চলে গেলে কোনও আপত্তি নেই বলে তিনি মন্তব্য করেন। শান্তনু ঠাকুর আরও বলেন, ঠাকুরবাড়িকে(Thakurbari) নাকাবন্দি করে কোনও রাজনৈতিক কর্মসূচি বা শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, শক্তি প্রদর্শনের জন্য অন্য জায়গা রয়েছে, মুসলিম ভোট গিয়েছে। মতুয়া ভোট ও কপালে জুটবে না তৃণমূলের। এখন এত দায় পড়েছে যে মতুয়া বাড়ি না আসলে হচ্ছে না! ঠাকুরবাড়িকে সেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে মতুয়া সমাজকে ঘিরে তৃণমূলের রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। বিজেপি সাংসদের এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখন নজর আগামী ৯ তারিখের দিকে- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর ঠাকুরবাড়ি সফর কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। তবে প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে আসার কর্মসূচিকে ঘিরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ