এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কাঁথির শ্মশান দুর্নীতি মামলার চার্জশিটে নাম সৌমেন্দুর, চাপে অধিকারীরা

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে বেশ চাপে পড়ে গেলেন অধিকারীরা। কাঁথির(Contai) শ্মশান দুর্নীতি মামলায় এসিজেএম কোর্টে(ACJM Court) ওই মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ(Police)। আর সেই চার্জশিটে নাম রয়েছে শহরের প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari) সহ মোট ৩জনের। সৌমেন্দু ছাড়া বাকি ২জন হলেন কাঁথি পুরসভার সৌমেন্দু ঘনিষ্ঠ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা এবং ঠিকাদার সতীনাথ অধিকারী। এই চার্জশিট জমা পড়ায় এবার কাঁথি এসিজেএম কোর্ট বা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে মামলার সাক্ষ্যদান পর্ব শুরু হবে। ওই মামলায় মোট ৩৪জন সাক্ষীর নাম উল্লেখ করেছে পুলিশ। এফআইআর দায়ের হওয়ার ৮ মাসের ব্যবধানে কাঁথি থানার পুলিশ বহুচর্চিত ওই মামলার চার্জশিট জমা করায় এখন অনেকেই মনে করছেন পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ চাপে পড়ে গেল অধিকারীরা।

আরও পড়ুন উত্তরবঙ্গের শিল্প বণিক সম্মেলনে ১১,০২৬ কোটির বিনিয়োগের প্রস্তাব

কাঁথি শহরের রাঙামাটিতে পুরসভার শ্মশান রয়েছে। সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন সেখানে স্টল তৈরি করে মোটা টাকার বিনিময়ে বিলি করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই টাকার সিংহভাগ অংশ পুরসভায় জমা পড়েনি বলেও অভিযোগ। তাতে বিপুল অর্থ নয়ছয় হয়েছে বলে বর্তমান পুরবোর্ডের দাবি। পুরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্না গত বছর ২৯জুন এনিয়ে কাঁথি থানায় এফআইআর করেন। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী, পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরা এবং ঠিকাদার সতীনাথ অধিকারীর বিরুদ্ধে সেই এফআইআর হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সংগৃহীত হয়। পরে দু’জনেই জামিনে ছাড়া পান। ওই ঘটনায় এফআইআর তালিকার বাইরে থাকা কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছিল। তাদের থেকেও বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পুলিশ। ওই ঘটনায় কলকাতা হাইকোর্ট সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেয়। অর্থাৎ তদন্ত প্রক্রিয়া চলাকালীন পুলিস তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না। যদিও তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে বলে শর্ত ছিল।  

আরও পড়ুন ১২ লক্ষ টাকা দিয়েছি, তাতেও চাকরি হয়নি, নালিশ অভিষেককে

শ্মশান দুর্নীতি ঘটনার তদন্তে কাঁথি থানার পুলিশ তাই সৌমেন্দু অধিকারীকে ইতিমধ্যেই প্রায় ৭বার থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু গ্রেফতার করেনি। তদন্তে প্রাক্তন চেয়ারম্যানের বিদেশ সফর, সম্পত্তি প্রভৃতি বিষয় নিয়ে জেরা করা হয়। গত ৬ ফেব্রুয়ারি শেষবার থানায় তদন্তকারী অফিসারদের মুখোমুখি হন সৌমেন্দু। তারপরই চার্জশিট জমা দেওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়। অবশেষে বুধবার কাঁথি এসিজেএম কোর্টে চার্জশিট জমা পড়েছে। কাঁথি থানায় শ্মশান দুর্নীতি এবং গ্রিনসিটি মিশন প্রকল্পে দুর্নীতির দু’টি বড় অভিযোগ দায়ের হয়। গ্রিনসিটি মিশন প্রকল্পে কোটি টাকার বেশি অনিয়ম হয়েছে বলে অভিযোগ। আপাতত, শ্মশান দুর্নীতি মামলায় চার্জশিট জমা পড়েছে। এবার মামলার ট্রায়াল পর্ব শুরু হবে। প্রায় ৩৪জনের সাক্ষী তালিকা তৈরি হয়েছে। তারপর গ্রিনসিটি মিশন প্রকল্পে দুর্নীতি নিয়ে কোমর বেঁধে নামবে পুলিশ। আর এই দুই ঘটনায় অধিকারীরা যে বেশ চাপে পড়ে গেল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর