এই মুহূর্তে




ফের ফুলবদল? ফেসবুকের ছবি নিয়ে জল্পনার মধ্যে কী জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী




নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : রায়গঞ্জের তৃণমূল বিধায়কের ফেসবুক প্রোফাইল ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিধায়ক কী ফিরে যাচ্ছেন বিজেপিতে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বিধায়ক জানিয়েছেন ফেক প্রোফাইল বানিয়ে তাঁর বদনাম করার চেষ্টা চলছে। বিরোধীদেরই নিশানা করেছেন তিনি। বিরোধীরাও ছাড়তে নারাজ। তাঁরা বিধায়ককে নিশানা করেছেন।

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটি ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের ছবি। তৃণমূল বিধায়ক হয়ে তাঁর প্রোফাইলের কভার পিকচারে এই ছবি দেখেই চমকে গিয়েছেন অনেকেই। এই ছবি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী আবার গেরুয়া শিবিরেই ফিরে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। ছবির সঙ্গে ওই প্রোফাইলে লেখা আছে “আমার পরিবার-বিজেপি পরিবার”।

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বিধায়ক এই অভিযোগ নস্যাৎ করে বলেছেন, তাঁর নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটনা হচ্ছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এই ঘটনায় বিজেপির হাত থআকতে পারে বলেও অভিযোগ করেছেন তিনি।

একসময় বিজেপিতেই ছিলেন কৃষ্ণ কল্যাণীর। ২০২১ সালে বিজেপির টিকিটে রায়গঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। পরে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেন তিনি। গত লোকসভা নির্বাচনের আগে বিধায়ক পদে ইস্তফা দেন। তৃণমূলের টিকিটে লড়লেও জয় পাননি কৃষ্ণ কল্যাণী। সেই সময়  বিধায়কের আসন ফাঁকা থাকায় উপনির্বাচন হয়। তৃণমূলের টিকিটে জিতে ফের বিধায়ক হন তিনি। তাই তার কভার পিকচারে বিজেপি শীর্ষ নেতৃত্বের ছবি দেখে জল্পনা শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ