এই মুহূর্তে




২০১৬’র প্যানেলের অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৮০৬ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশিত হল বৃহস্পতিবার। আগে শুধু রোল নম্বর প্রকাশ করেছিল SSC। এবার রোল নম্বর-নাম-বিষয় সহ তালিকা প্রকাশ হল। তালিকা আপলোড করা হয়েছে SSC’র ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন।

এর আগেও নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করেছিল SSC। সেই সময় শুধু তাঁদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের SSC পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল অযোগ্যদের। এই তালিকা ২০১৬ সালের নিয়োগের নবম-দশম ও একাদশ-দ্বাদশের।  এই ১ হাজার ৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তাঁদের নাম ও রোল নম্বরের পাশাপাশি বিষয়, অভিভাবকের নাম ও জন্ম তারিখ দিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশকেই মান্যতা দিল স্কুল সার্ভিস কমিশন। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর SSC যখন নয়া নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল, তার আগেই প্রথমবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যদিও বাকি তথ্য সেই সময় কেন SSC দেয়নি সেই বিষয়ে কমিশনের পক্ষ ঠেকে কেউ কোনও তথ্য জানায়নি। কলকাতা হাইকোর্ট সম্প্রতি এই বিষয়ে নির্দেশ দেয়। সেই নির্দেশকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার ২৭ নভেম্বর SSC নতুন তালিকা প্রকাশ করে। এর মাধ্যমে অযোগ্য প্রার্থী কারা কারা তা চিহ্নিত করা আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে।

যদি SSC’র পক্ষ থেকে এর আগেই নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে অযোগ্য প্রার্থীরা কোনও ভাবেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের নয়া পরীক্ষায় বসতে পারবেন না। সেই মোতাবেক ৭ ও ১৪ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও বলা হয়েছিল যদি ভেরিফিকেরশনের সময় কোনও অযোগ্য প্রার্থীর নাম পাওয়া যায় তাহলে তাঁদের প্রার্থীপদ বাতিক করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, SSKM হাসপাতালে স্থিতিশীল

বাঁকড়াতে মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, প্রতিবন্দী ছেলে অসহায় হয়ে বসে আছে নিচে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম

মালদা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে,সরানো হল জেলার এসপি’কে

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, পুজোয় টানা ১২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা

১০ জেলার পুলিশ সুপার সহ ১৭৫ জন ইন্সপেক্টরকে আচমকা বদলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ