এই মুহূর্তে




শাহজাহানের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট, ভর্ৎসনা আইনজীবীকে

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন সন্দেশখালি কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। শীর্ষ আদালত তার জামিনের আবেদন  খারিজ করে দিয়েছে। সোমবার শীর্ষ আদালতে তার মামলার শুনানি ছিল। সেখানেই শেখ শাহজাহানের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

 সেপ্টেম্বরে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছিল।  অভিযোগ ছিল সে এলাকাবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় । শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে বলেও  অভিযোগ ওঠে। তারপরেই সন্দেশখালিতে যান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখানেও  গিয়েও বাধে বিপত্তি। শেখ শাজাহানের আসল বাড়িতে ডাকাডাকি করার পরেও কারও সঙ্গে দেখা না করতে পেরে অবশেষে সরবেড়িয়ায় তার নতুন বাড়িতে  যান সিবিআই আধিকারিকরা। কিন্তু সেখানেও গেট বন্ধ থাকায় তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ।

 প্রসঙ্গত,  ২০১৯ সালে লোকসভা নির্বাচন পরবর্তি হিংসায় তিন বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে না রয়েছে শেখ শাহজাহানের। ২০২৪ সালে গোড়ায় রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে আহত হন তদন্তকারী দলের আধিকারিকরা, আধাসেনা এবং সাংবাদিকরা। তারপর তাঁকে তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খোঁজ। প্রায় ২ মাসের মাথায়  তাঁকে গ্রেফতার করা হয় মিনাখাঁ থেকে।  সেই থেকেই জেলে রয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। যিনি নিজেকে সন্দেশখালিরে বাঘ বলে সকলের কাছে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে, নারী নির্যাতন, জমি দখল, হুমকি দেওয়া থেকে তোলাবাজি সব অভিযোগই রয়েছে। শাহজাহান তাঁর ক্ষমতা ব্যবহার করে একের পর এক দুর্নীতি করে গিয়েছেনবলে সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ