-273ºc,
Friday, 2nd June, 2023 8:37 pm
নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ৭ জানুয়ারি, নেতাই দিবস। ২০১১ সালের এই দিনেই সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-১ ব্লকের নেতাই গ্রামে প্রাণ হারান ৯জন গ্রামবাসী। এদের মধ্যে আবার ৪জন ছিলেন মহিলা। ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন ২৮জন। সেই ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমত ঝড় তুলেছিল। ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল গোটা জঙ্গলমহলে। লালপার্টিকেও তার দাম চোকাতে হয় সেই বছরই বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে ক্ষমতা হারানোর মধ্যে দিয়ে। এবার সেই নেতাইকে ঘিরেই শুভেন্দু অধিকারীকে আক্রমণের জমি তৈরি করছে তৃণমূল। আগামিকাল নেতাই দিবসে শুভেন্দু যাবেন সেখানে। সেই সময়েই তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিচ্ছে তৃণমূল।
নেতাই গ্রামে এখন একটা চাপা ক্ষোভ জেগে উঠেছে। ক্ষোভের মূলে রয়েছে জখম গ্রামবাসীদের চাকরি না পাওয়ার বিষয়টি। নেতাইয়ে গণহত্যার ঘটনায় মৃতদের পরিবারের একজন করে সদস্যকে রাজ্য সরকার চাকরি দিয়েছে। জখমদের মধ্যে ৬জন বা তাঁর নিকট আত্মীয় চাকরি পেয়েছেন। কিন্তু বাকিরা আর কেউ চাকরি পাননি। আর তার জেরেই ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী প্রথম থেকেই নেতাইয়ের বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু তিনি জখমদের চাকরি প্রদান করার জন্য রাজ্য সরকারকে কিছুই জানাননি বা সেই বিষয়ে কোনও উদ্যোগই নেননি। আর সেই কারনেই নেতাই গণহত্যাকাণ্ডে জখম ২২জন বা তাঁর পরিবারের কোনও সদস্যই চাকরি পাননি। এখন সেই নেতাইয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির গুণগান গাইছেন। সেই কারনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিকাল তিনি সেখানে গেলে তাঁকে ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হবে।