এই মুহূর্তে




দুই শিক্ষিকার বদলি আটকাতে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবকদের




নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: শিক্ষিকাদের বদলি আটকাতে স্কুলের মূল গেটে তালা মেরে প্লাকার্ড ফেস্টুন নিয়ে স্বরূপনগরয়ে বিক্ষোভ প্রতিবাদ ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের(Swarupnagar Block) বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাত কাঠি প্রাথমিক বিদ্যালয়ের(Nabat Kathi Primary School) ঘটনা। এই স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা ২৯০ জন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকি চারজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক রয়েছেন।তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ।ঠিকমতো ক্লাস করতে পারেন না। হঠাৎই বুধবার স্কুলের দুই শিক্ষিকা অনিন্দিতা মজুমদার ও খালেদা খাতুনের বদলির কাগজ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।

কারণ এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন ।সেই সঙ্গে প্রধান শিক্ষক এই দুইজন কি করে ক্লাস নেবেন? পঠন পাঠন শিখে উঠবে বলে মনে করছেন না স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন তাঁরা। এই বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে আমাদের এই আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই। শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা থেকে অভিভাবকরা।

নবাতকাটি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে দুজন শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। আমরা তো আইনের উর্ধ্বে নই ।শিক্ষা দফতর যেটা নির্দেশ দেবেন সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে ছাত্র-ছাত্রীদের দাবি সেটাও ভাবা দরকার কিন্তু আমাদের কিছু করার নেই। শিক্ষকরা নিরুপায়। এই বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। পঠন পাঠন বন্ধ রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা নিয়ে নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লবণ বোঝাই মেশিন ভ্যান দুর্ঘটনা, মৃত ১, আহত ২

খোলাবাজার থেকে সিরিঞ্জ নিয়ে এলেই মিলছে শিশুদের ভ্যাকসিন, বেহাল স্বাস্থ্য পরিষেবা মানিকচকে

‘বিমান দুর্ঘটনায় স্বচ্ছ তদন্ত করা হোক’, দাবি অভিষেকের

শ্বেতা খানকে আদালতে নিয়ে যাওয়ার সময় থাপ্পড় মারলেন যুব তৃণমূল নেত্রী

ধূপগুড়ির নাবালিকাকে ধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি পকসো আদালত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ