-273ºc,
Friday, 2nd June, 2023 4:00 am
নিজস্ব প্রতিনিধি: অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে ফেরার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় নদিয়া জেলার কালিগঞ্জ থানার ওসি-সহ তিনজন জখম হয়েছিলেন। সেই ঘটনায় এবার তিনজনে গ্রেফতার (Arrest) করল পুলিশ। নদিয়ার কালিগঞ্জের মোলান্দি এলাকা থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে কালিগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থেকে যায়, সেই বিষয়ে পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে।
উল্লেখ্য পুরনো বোমাবাজির মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে সোমবার রাতে কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে অভিযান চালানো হয়। সোমবার রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে নিয়ে তল্লাশি অভিযানে যান। অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষমও হয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশের গাড়িতে তুলে তাকে নিয়ে গ্রামের রাস্তা থেকে বের হচ্ছিলেন তদন্তকারীরা। অভিযোগ, সেই সময় মোলান্দি স্কুলপাড়া এলাকায় আচমকা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া শুরু করে দুষ্কৃতীরা। সেই বোমার অভিঘাতে জখম ওসি সৌরভ চক্রবর্তী-সহ দুই সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার বিকেল পর্যন্ত ওসি সৌরভ চক্রবর্তী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।