এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি হচ্ছেন অরুণ ঘোষ

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ(SMP) যেমন বামেদের হাতছাড়া হয়েছে চলতি বছরের নির্বাচনে, ঠিক তেমনি প্রথমবারের জন্য এই পরিষদে ক্ষমতায় চলে আসছে তৃণমূল(TMC)। জুন মাসের ২৬ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে পরিষদের ৯টি আসনের মধ্যে ৮টি আসনে জিতেই বোর্ড দখল করেছে রাজ্যের শাসক দল। একসময় গোটা শিলিগুড়ি মহকুমাই ছিল বাম দুর্গ। সেই জায়গায় একটা আশঙ্কা ছিলই যে বাম ভোট রামের ঝুলিতে চলে গেলে বিজেপি(BJP) হয়তো বোর্ড দখল করে ফেলবে। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সেই আশঙ্কার পালে বাড়তি হাওয়া দিয়েছিল। কিন্তু প্রথমে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন ও পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন, দুটি ক্ষেত্রেই দেখা গেল বাজিমাত করেছে তৃণমূল। এবার সেই তৃণমূলের তরফেই বেছে নেওয়া হল অরুণ ঘোষকে মহকুমা পরিষদের সভাধিপতি পদে।

বৃহস্পতিবার ৪ দিনের পাহাড় সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কলকাতায় ফিরেছেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসও(Arup Biswas)। ফেরার আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী দলের ৮জন সদস্যকে নিয়ে বৈঠক করেন অরূপবাবু। সেই বৈঠকেই বেছে নেওয়া হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতিকে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছেন অরুণ ঘোষ(Arun Ghosh)। সহ-সভাধিপতি হচ্ছেন আদিবাসী অভিনেত্রী রোমা রেশমি এক্কা। অরুণ ঘোষ ২০০৮ সালে তৃণমূলে যোগদান করেন। এবারের নির্বাচনে নকশালবাড়ি থেকে জিতেছেন তিনি। আর সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা জিতেছেন শিলিগুড়ির বিধাননগর থেকে। মহকুমা পরিষদের দলনেতা নির্বাচিত হয়েছেন তৃণমূলের ক্যাপটেন নলিনীরঞ্জন রায়। তিনি মাটিগাড়া থেকে জয়ী হয়েছেন।

শিলিগুড়ি মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষে মহকুমা পরিষদের সদস্যদের শপথগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপর বোর্ড গঠন এবং কাজকর্ম শুরু। শিলিগুড়ির মহকুমার চারটি ব্লকের চারটি পঞ্চায়েত সমিতিও এবার দখল করেছে তৃণমূল। সেই সঙ্গে মহকুমার ২২টি গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে চলে এসেছে। ফলে ওই ৪টি পঞ্চায়েত সমিতি ও ২২টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠনও কার্যত সময়ের অপেক্ষামাত্র। যদিও এখনও ঠিক হয়নি ওই ৪টি পঞ্চায়েত সমিতিতে কে কে সভাপতি আর কে কে সহসভাপতি হবেন। একই রকম ভাবে ২২টি গ্রাম পঞ্চায়েতেও কে কে পঞ্চায়েত প্রধান আর কে কে উপপ্রধান হবেন সেটাও ঠিক হয়নি। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নাম আগামী কয়েক দিনের মধ্যেই দলের তরফে ঘোষণা করে দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর