27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:09 am
নিজস্ব প্রতিনিধি: গুলিবিদ্ধ তৃণমূল নেতা আলতাব আলির (Altab Ali) মৃত্যু (Death) হল বুধবার সকালে। মঙ্গলবার তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল (Shoot Out) দুষ্কৃতীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তৃণমূল নেতা আলতাব আলি (Altab Ali) মুর্শিদাবাদে রানীতলা থানার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। মঙ্গলবারই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। সেখানেই প্রধান নির্বাচিত হন আলতাব-ঘনিষ্ঠ তৃণমূল সদস্য সোনালি বিবি। প্রধান নির্বাচনের প্রক্রিয়া শেষে বাইকে চেপে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এদিন সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার আজিমসরায় কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর প্রথমে চড়াও হয়। এরপর আলতাব আলিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হওয়ার পর আহত তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে, পরে তাঁকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে তৃণমূলের প্রাক্তন প্রধানের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ব্যক্তিগত আক্রোশে খুন নাকি রাজনোইতিক কারণে খুন, নিহত আলতাব আলির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।