32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:56 pm
নিজস্ব প্রতিনিধি: প্যাঙ্গোলিনের মাংস খেয়ে আঁশ যুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। ধৃত দুই ব্যক্তি কালিম্পংয়ের বাসিন্দা। প্যাঙ্গোলিনের আঁশ যুক্ত চামড়া উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওদলাবাড়ির একটি হোটেলের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশ যুক্ত চামড়া-সহ দুজনকে গ্রেফতার করেন বনদফতরের নর্দার্ন পেট্রোলিং টিমের প্রধান সঞ্জয় দত্ত। ধৃতদের নাম পালদেন লেপচা(২৮) ও দিলীপ কুমার রাই(৫০)। দুজনেই কালিম্পং জেলার বাসিন্দা। জানা গিয়েছে প্যাঙ্গোলিনের ওই চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বনকর্তারা জানতে পারেন কালিম্পং এর জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি তারা শিকার করে। এরপর প্রাণীটির মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে চামড়াটি পাচারের আগেই ধরা পড়ে যান দুজন। এই ঘটনা নিয়ে বৈকন্ঠপুর বনবিভাগের ডি এফ ও হরি কৃষ্ণান জানান প্যাঙ্গোলিনের চামড়া সমেত দুইজন পাচারকারীকে আমাদের নর্দার্ন পেট্রোলিং টিম গ্রেফতার করেছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
বিশ্ব জুড়েই প্যাঙ্গোলিন পাচারের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। এই প্রাণীর আঁশ মূলত চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করা হয়। প্যাঙ্গোলিনের আঁশ বিভিন্ন ধরনের টোটকা এবং হাতুড়ে ডাক্তারা ওষুধ তৈরিতে কাজে লাগায়। অন্যদিকে প্যাঙ্গোলিনের মাংস খাওয়া বিপজ্জনক বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। চিকিৎসকদের মতে চিতাবাঘ, প্যাঙ্গোলিন, বাদুর ইত্যাদি বন্যপ্রাণীর মাংস খেলে এর থেকে জুনোটিক ডিজিস হতে পারে। যার ফল মারাত্মক হতে পারে।