এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সপ্তমী থেকে দশমী ব্যাপক বৃষ্টির সম্ভাবনা!

সুব্রত রায়: বঙ্গে গোটা বর্ষাকালজুড়ে ছিল বৃষ্টিপাতের (RAIN) তুমুল আকাল। কিন্তু, যত পুজো এগিয়ে আসছে ততই যেন বদলে যাচ্ছে আবহাওয়ার মতি-গতি। গোটা পুজো জুড়ে কি হবে বৃষ্টিপাত? এবার এই নিয়ে আশঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদ ড. সুজীব কর। ষষ্ঠীতে হালকা বৃষ্টিপাত হলেও অন্যান্য দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন তিনি।ড. সুজীব কর বলেন, “এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই যাবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু, অন্যান্য দিনগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কারণ, বঙ্গোপসাগরে তাপমাত্রা হঠাৎ করে বাড়ল। এখন যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে।” পুজোর আগে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই আশঙ্কা করছিলেন আবহাওয়াবিদদের একাংশ। এবার সেই আশঙ্কাই প্রকাশ করলেন ড. সুজীব কর। ফলে দুর্গাপূজা পন্ড হতে চলেছে জোড়া ঘূর্ণাবর্তের জেরে।  এদিকে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানায়,

এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে একটি নিম্নচাপ। অর্থাৎ সেন্ট্রাল পার্টস অফ ইউপি মৌসুমী অক্ষর সুস্পষ্ট। নিম্নচাপের কেন্দ্র থেকে রেজিয়ামে পাটনা হয়ে দিঘা হয়ে  বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে ।এর ফলে আগামী কয়েক দিন অর্থাৎ বিশেষ করে শুক্রবার ও শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাসম অ্যাক্টিভিটির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।সুস্পষ্ট নিম্নচাপ যেহেতু উত্তর প্রদেশ থেকে আরও একটু উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে, ফলে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়বে। আগামী ৪৮ ঘন্টায় প্রথম ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে এবং পরের দিকে কিছুটা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি বাড়বে। এই জেলাগুলোর দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে। ১৮ সেপ্টেম্বর রবিবার নাগাদ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘনত্ব তৈরি হওয়ার সম্ভাবনা।  পরবর্তীকালে ৪৮ ঘণ্টার মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এখন অবধি ঘূর্ণাবর্তার যে পরিস্থিতি সেটি উড়িষ্যার দিকে এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে ২০ তারিখের পর থেকে  উপকূলবর্তী জেলাগুলোতে একটু বৃষ্টি বাড়বে।

এই মুহূর্তে আগামী পাঁচ দিনের মধ্যে  বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে হবে।বৃষ্টি একটু বাড়বে সুস্পষ্ট নিম্নচাপ শক্তিশালী হলে আকাশ মেঘলা  থাকবে। বেশি হলে সে সময় তাপমাত্রা আরেকটু কমবে। আর শুক্রবার যেহেতু একটু মেঘলা ছিল, ফলে  তাপমাত্রার  খুব একটা চেঞ্জ নেই। শনিবারও একই রকম থাকার সম্ভাবনা সম্ভাবনা থাকছে। বিশ্বকর্মা পুজোর দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়বে। বিশেষ করে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়িতে প্রথম দিকে এবং পরের দিকে একটু কলকাতাতে থান্ডার সাওয়ার এক্টিভিটির সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আদালত থেকে বেরোনোর মুখেই মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন শেখ শাহজাহান

ভোটের দিন উত্তর মালদায় প্রাণ হারালেন তৃণমূল কর্মী

গরম বা পুজোর ছুটিতেও নিতে হবে অনলাইন ক্লাস, নয়া নির্দেশ শিক্ষা সংসদের

সল্টলেকের সুইমিং পুলে ১৫ বছরের মহিলা সাঁতারুর রহস্যজনক মৃত্যু

২৬ হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

‘ভোট দিতে যাবেন, আর ২ টো করে কান মূলবেন’, কেন বললেন মমতা…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর