এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

যোশীমঠের পরিণতির অপেক্ষায় বাংলার দার্জিলিংও

নিজস্ব প্রতিনিধি: হরিদ্বার থেকে সড়ক পথে বদ্রীনাথ যেতে গেলে পড়ে যোশীমঠ(Joshimath)। পাহাড়ের ওপর ছোটখাটো এক শহর। জনসংখ্যা কমবেশি ৪০ হাজার। কিন্তু সেই শহরই আজ বড় বিপদের মুখে। কেননা গোটা শহরটাই আস্তে আস্তে বসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে(Sinking)। ঘন্টায় ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরজুড়ে একের পর এক বাড়িতে বড় বড় ফাটল দেখা দেওয়ার ঘটনা। এখনও পর্যন্ত অন্তত ৭০০টি বাড়িতে এই ধরনের ফাটল দেখা দিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় দেশের সেনাবাহিনীর সাহায্যে উত্তরাখণ্ড সরকার এই সব বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ৩০-৪০টি বাড়ি হয় ভেঙে পড়েছে নাহয় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভেঙে পড়েছে কয়েকটি মন্দিরও। কার্যত গোটা শহরটাই যে তলিয়ে যাচ্ছে সেটা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই যোশীমঠ থেকে বহু দূরে বসে থাকা বাংলার গর্ব দার্জিলিং(Darjeeling)ও কিন্তু খুব একটা নিরাপদ অবস্থায় নেই। যে কোনও দিন শুনতে পাবেন, যোশীমঠের মতোই ধ্বসে তলিয়া যাচ্ছে হিমালয়ের রানী বাঙালির নস্ট্যালজিয়ে দার্জিলিং শহর।

আরও পড়ুন এতদিন মমতা বলতেন, এখন মোদিও বলছেন

যোশীমঠের সঙ্গে দার্জিলিংয়ের যোগসূত্র কোথায়? কেনই শুধু দার্জিলিংয়ের ক্ষেত্রে বড় বিপদের কথা বলা হচ্ছে? হিমাচল বা উত্তরাখণ্ডের অনান্য শহরগুলিই বা নিরাপদ কতখানি? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে সবার আগে বোঝা দরকার হিমালয়কে(The Great Himalaya)। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতমালা আদতে নবীন ভঙ্গিল পর্বত(Youngest Sedimentary Metamorphic Hill) যার গঠনকাজ আজও হয়ে চলেছে। এই ধরনের পাহাড়ের গঠনকার্য চলে হাজার হাজার বছর ধরে। হিমালয়ের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। এর গঠনকাজ চলছে বলেই এই পর্বতমালাজুড়ে ও তার আশেপাশের পাদদেশ এলাকায় প্রচুর ছোট-বড় ভূমিকম্প হয়। নিরন্তর তার জেরে এই পর্বতের অন্দরের ভূমিরূপ ক্রমাগত বদলে চলে। এই অবস্থায় বিশেষজ্ঞ্রা বার বার বলেন সেখানে ভারী নির্মাণ না করতে ও খুব ঘন জনবসতি গড়ে না তুলতে। দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশরা এই সাবধানবাণী মেনে চলত অক্ষরে অক্ষরে। তাঁদের হাত ধরেই ভারতের প্রায় সব হিল স্টেশনের জন্ম। কিন্তু সেখানে জনবসতি গড়ে তোলার ক্ষেত্রে খুব সতর্ক ছিলেন ব্রিটিশরা। পরবর্তীকালে সেই সতর্কতা আর বজায় থাকেনি। গত ২-৩ দশকে হিমালয়ের ওপরে নগরায়ণের ক্ষেত্রে ব্যাপক বদল ঘটেছে। কাঠের জায়গায় প্রাধান্য পেয়েছে কংক্রিট। জায়গায় জায়গায় গাছ কেটে, পাহাড় কেটে, বোল্ডার ভেঙে, জনবসতি গড়ে উঠেছে। দেশের হিলস্টেশন গুলি এখন কার্যত কংক্রিটের জঙ্গল হয়ে উঠেছে। সেই সঙ্গে পাহাড়ের ওপরেই একের পর এক নদীতে বাঁধ দিয়ে চলছে জলবিদ্যুৎ উৎপাদনের কাজ।

আরও পড়ুন ভারতে খুলবে অক্সফোর্ড,স্ট্যানফোর্ডের ক্যাম্পাস, সৌজন্যে প্রধানমন্ত্রী

হিমালয়ের মধ্য ও পূর্ব ভাগ হচ্ছে সবচেয়ে নবীনতম। তাই সেখানে ভূমিরূপের বদলের ঘটনাও বেশি হচ্ছে। তাই ভূমিকম্পের সম্ভাবনাও সেখানে সব থেকে বেশি হচ্ছে। যোশীমঠ অবশ্যই সেই এলাকায় পড়ে না। কিন্তু গোটা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ প্রবল ভূমিকম্পন এলাকার মধ্যেই পড়ে। যোশীমঠ শহর গড়ে ওঠার সময়েই কেন্দ্রের একটি সমীক্ষক দল জানিয়ে দিয়েছিল, এই শহর ১০০ বছরের বেশি টিকবে না। বাস্তবে এখন সেটাই দেখা যাচ্ছে। সেই সমীক্ষায় সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পাহাড় কেটে, গাছ কেটে, বোল্ডার ভেঙে জনবসতি ও ভারী নির্মাণ না করতে। কিন্তু সেটাই তো শোনা হয়নি সেখানে। তার দাম এখন চোকাচ্ছে যোশীমঠ। দার্জিলিংয়ের অবস্থান মধ্য হিমালয় ও পূর্ব হিমালয়ের সন্ধিস্থলে। আর এই এলাকাটিই সবচেয়ে ভূমিকম্পণ প্রবণ। হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের থেকেও। আর এখানেও সেই একই কায়দায় গাছ কেটে, পাহাড় কেটে, বোল্ডার ভেঙে কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে। সিমলা ছাড়া দেশের আর কোনও উচ্চতম শহরে এতটা ঘনবসতি দেখা যায় না যা দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখা যায়। লক্ষাধিক মানুষের বসবাস এখন সেই শহরে। আর এর জেরেই দার্জিলিং শহরের মধ্যে ও আশেপাশের এলাকায় ধস নামার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কোনও ভাবেই তা আটকানো যাচ্ছে না, যাবেও না। সুতরাং এখনও না হলেও আগামী ভবিষ্যতে দার্জিলিং শহরকেও যদি যোশীমঠের মতই ধ্বংসের দিকে এগিয়ে যেতে দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন না। আজ যোশীমঠে যা হচ্ছে আর ২০-২৫ বছর বাদে সেটাই দার্জিলিংয়ে ঘটতে দেখা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

গরমে ভিড় সামাল দিতে দিঘা পর্যন্ত বিশেষ ট্রেন পূর্ব রেলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর