এই মুহূর্তে

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে, তাও কেন কনকনে ঠান্ডায় জবুথবু কলকাতা?

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠান্ডার পর স্বস্তি দিয়ে কলকাতায় গত কয়েকদিনে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়েছে। গত বুধবার তাপমাত্রার পারদ ১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল। যাতে রীতিমতো ভুগতে হয়েছিল নিত্যযাত্রীদের। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে অফিসের পথে রওনা দেওয়া রীতিমতো বেশ ঝক্কির কাজ ছিল। সেখানে রবিবার (৪ জানুয়ারী) তাপমাত্রা অনেকটাই কমে দাঁড়িয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। তবুও কলকাতায় কাঁপুনি ধরাচ্ছে উত্তুরের হাওয়া। সকাল থেকে বেলা যত গড়াচ্ছে, ঠান্ডা তত বাড়ছে। তাই ছুটির দিন থাকলেও উত্তুরে হাওয়ার দাপটে ঘরের লেপ-কম্বলের ভিতরে ছুটি কাটছে আম বাঙালির। না এক্ষুনি এই শীত থেকে রেহাই নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও দিন কয়েক থাকবে শীতের এই কাঁপুনি। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পরেও কেন এমন হাড়কাঁপুনি ঠান্ডা পড়ল? এ বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, মেঘের কারণে এমন ঠান্ডা। আজ সকাল থেকেই কলকাতা ও শহরতলির আকাশ মেঘলা। ওঠেনি রোদ। সেই কারণেই ঠান্ডা বেড়েছে। যথাযথ রোদ প্রভাব বিস্তার করতে পারছে না। সকাল থেকেই অনেক জায়গা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতেও একই চিত্র রয়েছে। সেই কারণেই ঠান্ডা তীব্র ব্যাটিং করছে। রোদ উঠলেও এমন পরিস্থিতি থাকত না বলে মতামত বিশেষজ্ঞ দের। উল্লেখ্য, রবিবার ভোরে দেওয়া হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বেলায় তাপমাত্রা সামান্য কমে ১৪.৯ ডিগ্রি হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে কয়েক দিন তাপমাত্রা বাড়লেও আবার কমবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার থেকেই মিলছে তার আভাস। আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এরপর উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের জেলাগুলি ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। আর এই ঠান্ডায় দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। কিন্তু ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও রাজ্যে শীতের হালকা আমেজ বজায় থাকবে। পার্বত্য এলাকায় এখনও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম আছে। সোমবারের পর ফের দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নামবে। সেই নেমে যাওয়া তাপমাত্রা আগামী প্রায় গোটা সপ্তাহ প্রায় একই রকম থাকবে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ