এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘মামলা তুললেই Murder হয়ে যাবি’, ভয়ে সিঁটিয়ে সন্দেশখালি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্রের শিকড় কত গভীরে, সেটাই এবার দেখতে পাচ্ছে বাংলা(Bengal) সহ গোটা দেশের মানুষেরা। রাজ্য সহ জাতীয় স্তরের রাজনীতিতে সন্দেশখালির(Sandeshkhali) ঘটনাকে তুলে ধরে তৃণমূলকে(TMC) ও বাংলাকে অপমান, অপদস্থ, বদনাম করার যে চেষ্টা চালিয়ে গিয়েছে বিজেপি(BJP), এখন সেটাই ব্যুমেরাং হয়ে ছুটে চলেছে পদ্মশিবির পানে। মাথা পিছু মাত্র ২০০০ টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলাদের দিয়ে যে সব ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ তোলা হচ্ছিল সেই সব মহিলারাই এখন মুখ খুলতে শুরু করে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তাঁদের দাবি, তাঁদের না জানিয়েই বিজেপি সাদা কাগজে তাঁদের সই নিয়ে থানায় মিথ্যা ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ জমা দিয়ে এসেছে। বাস্তবে এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। একই সঙ্গে তাঁদের দাবি, যেই তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই সব ভুয়ো অভিযোগ তাঁরা প্রত্যাহার করবেন ওমনি তাঁদের হুমকি(Murder Threat) দিয়ে বলা হচ্ছে, ‘মামলা তুললেই Murder হয়ে যাবি।’

দিন কয়েক আগে সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে রাজ্য ও জাতীয় স্তরের রাজনীতিতে বড়সড় বিতর্ক যা কার্যত পদ্মশিবিরের মুখ পুড়িয়ে দিচ্ছে। কেননা সেখান গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে যে, সন্দেশখালিতে ধর্ষণ এবং যৌন নির্যাতনের যাবতীয় অভিযোগ সাজানো। এমনকি অস্ত্র উদ্ধারের ঘটনাও সাজানো। গতকাল থেকে সেই একই কথা শোনা যাচ্ছে সন্দেশখালির সেই সব মহিলাদের মুখে যারা শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। এখন তাঁরা যখন সেই সব অভিযোগ প্রত্যাহার করতে চাইছেন, তখনই ধেয়ে আসছে খুনের হুমকি। একই সঙ্গে তাঁরা এই গোটা ঘটনার পিছনে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়াতে নিয়তি মাইতি, তপতী মাইতি এবং মিতা মাইতি নামে ৩ ম,হিলার নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁরা দাবি করেছেন, ধর্ষণ-সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে বিজেপির পরিকল্পনা মাফিক।

নিয়তি জানিয়েছেন, মহিলা কমিশন যে দিন থানায় এসেছিল, সে দিন তাঁর মতো অনেককেই ডেকে নিয়ে গিয়েছিলেন বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি। তিনি বলেন, ‘তোমাদের কী অভিযোগ আছে বলো’। আমি বলেছিলাম, আমার জব কার্ডের টাকা পাইনি, রান্নার টাকা পাইনি, টাকাটা যেন পাই। আর কোনও অভিযোগ নেই। ধর্ষণ-টর্ষণ কেউ করেনি আমাদের। মাম্পি আমাদের ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিয়ে।’ তপতীর অভিযোগ, তাঁর খুড়শাশুড়ি মিতাকেও একই ভাবে থানায় নিয়ে সাদা কাগজে সই করিয়ে সাজানো অভিযোগ করানো হয়েছিল। তিনি বলেন, ‘৭ দিন পরে পুলিশ যখন যায় নোটিস নিয়ে, তখনই আমরা জানতে পারি ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। কিন্তু তেমন কিছুই ঘটেনি।’ মিতার দাবি, তাঁকে সাদা কাগজে সই করিয়েছিলেন মাম্পি। তিনি বলেন, ‘চার-পাঁচ দিন পরে থানার নোটিস আসার পরে জানতে পারলাম আমি নাকি ধর্ষণের অভিযোগ করেছি! কিন্তু আমাদের সঙ্গে তেমন কিছু ঘটেইনি। আমরা জানতামই না আমাদের নাম করে মিথ্যা মামলা করা হয়েছে। আমাদের অবমাননা করা হয়েছে। মাম্পির শাস্তি চাই।’ একইসঙ্গে এই ৩জনই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাম্পি বহিরাগত এবং তিনি সন্দেশখালির ভোটার নন। পাশাপাশি তাঁরা ধর্ষণ ও গণধর্ষণের মিথ্যা মামলা প্রত্যাহার করতে চাওয়ায় মাম্পি আর তার সঙ্গীরা তাঁদেরকে ‘খুনের হুমকি’ দিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির সভার পরেই বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার ৩৫ লাখ টাকা, সরব তৃণমূল

ভোট পঞ্চমীতে বাংলার কোটি ভোটার বুথের লাইনে

গণতন্ত্রকে রক্ষার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আবারও বড়োসড়ো সাফল্য শান্তিপুর থানার পুলিশের, দোকান থেকে চুরি যাওয়া টাকা সহ ধৃত অপরাধী

উলুবেড়িয়াতে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বিএসএফ জওয়ানের শ্লীলতাহানির শিকার এক মহিলা

প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর