এই মুহূর্তে

ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

নিজস্ব প্রতিনিধি: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube এখন আর শুধুমাত্র সময় কাটানোর কিংবা বিনোদনের জায়গা নয়, এটি বর্তমানে উপার্জনের এক বিশাল মঞ্চ। বহু মানুষ এখন প্রথাগত চাকরি না করে শুধুমাত্র ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা আয় করছেন। কিন্তু আপনি কি জানেন, ক্যামেরা বা মাইক্রোফোনের সামনে না দাঁড়িয়েও আপনি ইউটিউবার হতে পারেন? সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাব, কীভাবে AI টুলস ব্যবহার করে আপনিও আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারেন।

‘Bandar Mera Dost’ এবং ৩৮ কোটির গল্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘Bandar Mera Dost’ নামের একটি ইউটিউব চ্যানেল নিয়ে জোর চর্চা চলছে। দাবি করা হচ্ছে যে, এই চ্যানেলটি শুধুমাত্র AI জেনারেটেড ভিডিও বানিয়ে গত এক বছরে প্রায় ৩৮ কোটি টাকা আয় করেছে! যদিও এই আয়ের কোনও অফিসিয়াল নথি বা প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনাটি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে—ক্রিয়েটর ইকোনমিতে AI-এর দাপট বাড়ছে।

কিভাবে করবেন? আপনার কাজ করে দেবে AI!

আপনার যদি এডিটিং বা শুটিংয়ের কোনো অভিজ্ঞতা নাও থাকে, তবুও চিন্তার কিছু নেই। নিচের সহজ ধাপগুলো ফলো করলেই আপনি ভিডিও বানাতে পারবেন:

১. স্ক্রিপ্ট লেখা (Scripting): ভিডিওর জন্য সবার আগে দরকার ভাল স্ক্রিপ্ট। এর জন্য আপনাকে লেখক হতে হবে না। সোজা চলে যান ChatGPT-তে। আপনার ভিডিওর বিষয়বস্তু লিখুন, ব্যাস! নিমেষেই তৈরি হয়ে যাবে ঝরঝরে স্ক্রিপ্ট।

২. ছবি ও ভিডিও তৈরি (Visuals): স্ক্রিপ্ট তো হল, এবার চাই দৃশ্য। ChatGPT-র কাছ থেকেই আপনি ছবির জন্য ‘প্রম্পট’ (Prompt) চেয়ে নিতে পারেন। সেই প্রম্পটগুলো নিয়ে Nano Banana-র মতো আধুনিক AI টুলে দিন। দেখবেন জাদুর মতো তৈরি হয়ে যাচ্ছে হাই-কোয়ালিটি ছবি বা ভিডিও ক্লিপ।

৩. ভয়েসওভার (Audio): নিজের গলার আওয়াজ দিতে লজ্জা পাচ্ছেন? বা ভাল মাইক নেই? মুশকিল আসান করবে ElevenLabs। এই টুলটিতে আপনার স্ক্রিপ্ট পেস্ট করলে একদম মানুষের মতো স্বাভাবিক গলায় অডিও বা ভয়েসওভার তৈরি হয়ে যাবে।

৪. প্যাকেজিং ও আপলোড (SEO & Upload): ভিডিও তো তৈরি হল, কিন্তু লোকে খুঁজে পাবে কী করে? ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং এসইও (SEO)-র জন্য আপনি Grok বা অন্যান্য AI টুলের সাহায্য নিতে পারেন। এমনকি আকর্ষণীয় থাম্বনেল বানাতেও AI আপনাকে সাহায্য করবে।

সবশেষে এই ডিটেইলস দিয়ে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করুন। তবে মনে রাখবেন, রাতারাতি সাফল্য আসে না। আপনাকে নিয়মিত বা ‘কনসিস্টেন্ট’ হতে হবে। আর হ্যাঁ, ভিডিও ভাইরাল করার মূল মন্ত্র হল ‘ইউনিকনেস’। AI তো টুল মাত্র, কিন্তু গল্পটা বা আইডিয়াটা যেন অন্যদের চেয়ে আলাদা হয়।

তাহলে আর দেরি কেন? আজই আপনার স্মার্টফোন বা ল্যাপটপ দিয়ে শুরু করুন নতুন এই যাত্রা!

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র ৯,৪৯৯ টাকায় Thomson আনল নতুন QLED টিভি! ফ্রি-তে দেখুন ৪০০-র বেশি চ্যানেল!

তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা অন্ধ্র সরকারের

সরস্বতী পুজোর আগেই স্বস্তির নিঃশ্বাস! এক ধাক্কায় ২০ হাজার কমল রুপোর দাম, সস্তা সোনাও

​জ্যোমাটো-ব্লিঙ্কিট সাম্রাজ্যে বড় পরিবর্তন, সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল

বিয়ের মরশুমে মাথায় হাত, দেশে সোনার ভরি ১ লক্ষ ৫৩ হাজার টাকা, রুপোর দরেও মেগা রেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ