এই মুহূর্তে




মুম্বইয়ের ১৩ বছরের পুরনো দুটি ফ্ল্যাট বেচে কোটি কোটি টাকা লাভ করলেন বিগ বি

নিজস্ব প্রতিনিধি: তিনি পাকা অভিনেতা, পাশাপাশি খাঁটি ব্যবসায়ীও। যার প্রমাণ মাঝে মধ্যেই দেন মেগাস্টার অমিতাভ বচ্চন। চলতি বছর একাধিক সম্পত্তি কিনেছেন আবার একাধিক সম্পত্তি বেচেছেন অমিতাভ বচ্চন। শুধু মুম্বই নয়, দেশজুড়ে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। এমনকী, চলতি বছর তিনি একাধিক সম্পত্তি বেচেও দিয়েছেন। আর কোটি কোটি টাকা লাভ করেছেন। কেননা যে সম্পত্তিগুলো বেচেছেন, সেগুলোর অধিকাংশই তাঁর ৭-৮ বছর আগে কেনা ছিল। সেগুলোই এ বছর দ্বিগুণ দামে বেচে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। জানা যাচ্ছে, সম্প্রতি মুম্বইয়ের গোরেগাঁওয়ে তাঁর আরও দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বেচে দিয়েছেন অমিতাভ বচ্চন। আর সেগুলো মোট ১২ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি।

জানা গিয়েছে, তিনি ২০১২ সালে ৮.১২ কোটি টাকায় ফ্ল্যাটগুলো কিনেছিলেন। আর ১৩ বছরে সেগুলি বেচে প্রায় ৪৭ শতাংশ লাভ করেছেন তিনি। তাঁর দুটি অ্যাপার্টমেন্টই গোরেগাঁও পূর্বের ওবেরয় এক্সকুইজিট ভবনের ৪৭তম তলায় অবস্থিত। রেকর্ড অনুসারে, ১,৮২০ বর্গফুট আয়তনের প্রথম ফ্ল্যাটটি তিনি আশা ঈশ্বর শুক্লার কাছে ৬ কোটি টাকায় বিক্রি করেছেন। আর ১,৮২০ বর্গফুট আয়তনের দ্বিতীয় ইউনিটটি মমতা সুরজদেব শুক্লার কাছে ৬ কোটি টাকায় বিক্রি করেছেন। এই লেনদেনটি তাঁর ১ নভেম্বর, ২০২৫ তারিখে সম্পন্ন হয়েছিল। নথি অনুসারে, অভিনেতার দুটি অ্যাপার্টমেন্টেই মোট চারটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। গত কয়েক বছর ধরে, মেগাস্টার রিয়েল এস্টেট ক্রয়-বিনিয়োগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০২৫ সালের অক্টোবরে, তিনি আলিবাগে অভিনন্দন লোধার হাউস (HoABL) ফেজ ২ ডেভেলপমেন্টে তিনটি মূল্যবান প্লট কিনে ছিলেন, যার মোট মূল্য প্রায় ৬.৬০ কোটি টাকা।

তবে আলিবাগে বচ্চনের এটিই প্রথম রিয়েল এস্টেট নয়, ২০২৪ সালের এপ্রিলে, তিনি একই অঞ্চলে ১০ কোটি টাকা দিয়ে ১০,০০০ বর্গফুটের একটি জমিও কিনেছিলেন। আলিবাগ এবং মুম্বইয়ের সম্পত্তি ছাড়াও, বচ্চন অযোধ্যায়ও বিনিয়োগ করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে শহরে বেশ কয়েকটি প্লট কিনেছেন তিনি। অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের আগে ৫,৩৭২ বর্গফুটের একটি প্লট কিনেছিলেন তিনি। তার বাবা হরিবংশ রাই বচ্চনের ট্রাস্টের অধীনে নিবন্ধিত ৫৪,০০০ বর্গফুটের একটি প্লটও রয়েছে তাঁর, যেখানে তিনি একটি স্মৃতিস্তম্ভ তৈরির পরিকল্পনা করছেন। এদিকে, কাজের ক্ষেত্রে, ৮২ বছর বয়সী এই সুপারস্টারকে পরবর্তীতে নিমরত কৌর, ডায়ানা পেন্টি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেকশন ৮৪-এ দেখা যাবে। এছাড়াও ব্রহ্মাস্ত্র এবং কল্কি ২৮৯৮ AD-এর দ্বিতীয় কিস্তিতে তাঁকে দেখা যাবে। বর্তমানে তিনি কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর শুটিং নিয়ে ব্যস্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না’, চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে উদ্বোধন রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়ামের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

সত্যিই বিচ্ছেদ হচ্ছে বিগ বস ১৭-র প্রতিযোগী নীল ভাট ও ঐশ্বর্য শর্মার? জেনে নিন সমস্ত তথ্য

আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবে চাঁদের হাট, ধনধান্য প্রেক্ষাগৃহে কারা কারা হাজির?

‘ভাল বাংলা ছবির দর্শক এখনও রয়েছে’, দাবি জাতীয় পুরস্কার জয়ী নীলাদ্রি রায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ