এই মুহূর্তে




সাশ্রয়ের বাজারে এথারের বড় উদ্যোগ, আর দিতে হবেনা স্কুটারের পুরো দাম




নিজস্ব প্রতিনিধি: ইলেকট্রিক টু হুইলার নির্মাণকারী সংস্থা Ather Energy একটি আরও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার এবং নতুন ব্যাটারি সাবস্ক্রিপশন মডেল, অর্থাৎ Battery-as-a-Service (BaaS) চালু করার মধ্যে দিয়ে  নতুন দিগন্তের সূচনা করতে চলেছে । সংস্থার তরফে জানানো হয়েছে, এই মডেল ক্রেতাদের জন্য বৈদ্যুতিক স্কুটারের প্রাথমিক খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। কারণ ব্যাটারি মূল গাড়ির দামের ৩০-৪০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। ফলে গ্রাহকরা কম খরচে স্কুটার কিনতে সক্ষম হবেন এবং ব্যবহার অনুযায়ী বা প্রতি কিলোমিটার চালানোর ভিত্তিতে ব্যাটারির জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে।

Ather-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রবনীত ফোকেলা এ বিষয়ে বলেছেন, ‘আমাদের সমীক্ষায় দেখা গেছে, ক্রেতাদের মধ্যে ইভি কেনার প্রবল আগ্রহ রয়েছে। কেউ কেউ মোট খরচের সুবিধা বোঝেন, আবার কারও কাছে প্রাথমিক দামের চ্যালেঞ্জ থাকে। আমরা বিশ্বাস করি, এই BaaS মডেল সেই চ্যালেঞ্জ দূর করতে পারবে।” যদিও সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। সূত্রের খবর অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে।

Ather-এর সবচেয়ে সাশ্রয়ী মডেল বর্তমানে Rizta S, যার দাম প্রায় ১ লাখ টাকা। তবে নতুন মডেলটির দাম আরও কম হতে পারে। পাশাপাশি, Ather এর বৃহত্তম শেয়ারহোল্ডার Hero MotoCorp আগামী ১ জুলাই থেকে তাদের Vida VX2 মডেলের জন্যও BaaS চালু করতে চলেছে বলেও জানা গিয়েছে ।

Ather-এর এই উদ্যোগে তারা তাদের রিটেল নেটওয়ার্ক দ্বিগুণ করে ২০২৫ সালের মধ্যে ৭৫০টি স্টোরে পৌঁছানোর পরিকল্পনা করছে। বর্তমানে তাদের প্রায় ৩৫০টি আউটলেট রয়েছে। তারা সেই সকল শহরগুলিতে ও বড় মেট্রো শহরগুলিতে এই নতুন স্টোর স্থাপন করতে চাইছে, যেখানে যেখানে তাদের ৭০ শতাংশ বিক্রি হচ্ছে।

শুধু তাই নয়, Ather আগস্ট মাসে নতুন “EL” প্ল্যাটফর্ম এবং কনসেপ্ট গাড়ি প্রদর্শন করবে। এই নতুন প্ল্যাটফর্ম বহুমুখী এবং খরচে সাশ্রয়ী, যা আরও বৈচিত্র্যময় প্রোডাক্ট লাইনআপের সুযোগ করে দেবে। সেই সঙ্গে কোম্পানি নতুন জেনারেশনের ফাস্ট চার্জার এবং উন্নত সফটওয়্যার Ather Stack 7.0 লঞ্চ করবে, যা ব্যবহারকারীদের জন্য চার্জিংকে আরও দ্রুত ও সুবিধাজনক করে তুলবে।

বর্তমানে প্রতিদ্বন্দ্বীরা বাজেট ফ্রেন্ডলি মডেল দিয়ে বাজার দখল করছে, কিন্তু Ather তার প্রিমিয়াম মডেলের মান ধরে রেখে প্রতিযোগিতায় টিকে থাকতে চায়। BaaS মডেল এবং নতুন সাশ্রয়ী মডেল চালুর মাধ্যমে Ather ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার বাজারে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে প্রস্তুত। এই পদক্ষেপগুলি ওলা ইলেকট্রিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে Ather-এর কৌশলগত অগ্রগতি স্পষ্ট করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

৮৫৪ কোটি টাকা বেতনে Meta-য় যোগ আইআইটি কানপুরের প্রাক্তনী ত্রিপত বনশলের

গল্প নয় সত্যি, ৭,৫৯৯ টাকায় স্মার্টফোন, সঙ্গে বিনামূল্যে তিন হাজারের ম্যাগনেটিক স্পিকার

অবিশ্বাস্য ছাড়, Motorola Edge 50 Fusion এর দাম কমল সাড়ে ৫ হাজার

ফের বাড়ল না কমল? দেখে নিন এই সপ্তাহের ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কত হল?

১১৫ মাসেই কোটিপতি, পোস্টঅফিসের এই স্কিম সুরক্ষিত করবে আপনার ভবিষ্যত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ