এই মুহূর্তে

তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত এক স্বাস্থ্যকর পানীয়ের সেই বিখ্যাত বিজ্ঞাপন মনে আছে। যেখানে ছোট শিশুটি বলছিল, ‘দেখো মাম্মি বাড়ছি আমি।’ দেশের ব্যাঙ্কিং জগতের নবীন সদস্য বন্ধন ব্যাঙ্কের ব্যবসাও তেমন ফুলে-ফেঁপে উঠেছে। চলতি অর্থ বর্ষের (২০২৫‑২৬) তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.০২ লক্ষ কোটি টাকায়। বর্তমানে মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২%। বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা ৬,৩৫০‑এরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২৫ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। বাঁধন ব্যাঙ্কে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৪,৫০০‑এরও বেশি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চলতি অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘বন্ধন ব্যাঙ্কের গত কয়েকটি ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একটি ধারাবাহিক ও শক্তিশালী ভিত্তির প্রতিফলন। শেষ বা চতুর্থ ত্রৈমাসিকে আমরা গ্রাহক অভিজ্ঞতা, পরিচালন দক্ষতা ও স্কেলেবিলিটি বাড়ানোর লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগ শুরু করতে প্রস্তুত। আমরা একটি আরও শক্তিশালী, স্থিতিস্থাপক ও বহুমুখী ব্যাঙ্ক গড়ে তুলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতে টেকসই ও লাভজনক বৃদ্ধির দিকে এগোতে সুদৃঢ় অবস্থানে রাখবে।’

তিনি জানান, ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্ক তার আমানতের ভিত্তিতে বছরে ১১% বৃদ্ধি নথিভুক্ত করেছে এবং আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ₹১.৫৭ লক্ষ কোটি। একই সময়ে মোট অগ্রিম (অ্যাডভান্স) বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ কোটি। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে ২৭.৩%। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR), যা আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক) তা ১৭.৮%-এ অবস্থান করছে, যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ব্যাঙ্ক তার সম্পদ ভিত্তিকে বহুমুখী করার দিকে মনোযোগ দিচ্ছে। দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করা এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ডিজিটালাইজেশনের গতি বাড়ানোই এখন বন্ধন ব্যাঙ্কের মূল উদ্দেশ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

মাত্র ৯,৪৯৯ টাকায় Thomson আনল নতুন QLED টিভি! ফ্রি-তে দেখুন ৪০০-র বেশি চ্যানেল!

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা অন্ধ্র সরকারের

সরস্বতী পুজোর আগেই স্বস্তির নিঃশ্বাস! এক ধাক্কায় ২০ হাজার কমল রুপোর দাম, সস্তা সোনাও

​জ্যোমাটো-ব্লিঙ্কিট সাম্রাজ্যে বড় পরিবর্তন, সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল

বিয়ের মরশুমে মাথায় হাত, দেশে সোনার ভরি ১ লক্ষ ৫৩ হাজার টাকা, রুপোর দরেও মেগা রেকর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ