এই মুহূর্তে




প্রতিদিন 2.5GB ডেটা, ৩০ দিনের ভ্যালিডিটি, তাও মাত্র ২২৫ টাকায় সাথে ফ্রি আনলিমিটেড কল! দিচ্ছে কে?

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) যেন সম্পূর্ণ অন্য মেজাজে! সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করার পর এই সরকারি টেলিকম সংস্থা একের পর এক বিস্ফোরক অফার এবং কম-দামি প্ল্যান এনে বাজারে রীতিমতো প্রতিযোগিতার সৃষ্টি করছে। সম্প্রতি, মাত্র ৩৪ টাকা৫০ দিনের ভ্যালিডিটির একটি প্ল্যান আনার পর, BSNL এবার নিয়ে এল আরও একটি নতুন এবং সাশ্রয়ী মোবাইল রিচার্জ প্ল্যান

মাত্র ২২৫ টাকায় এক মাসের পুরো সুবিধা!

এই নতুন প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র ২২৫ টাকা এবং এই ২২৫ টাকার রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন পুরো এক মাসের (অর্থাৎ ৩০ দিন) জন্য কলিং, SMS এবং ইন্টারনেট ডেটার সুবিধা।

ভ্যালিডিটির চমক!

যেখানে Jio, Airtel এবং Vi -এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক মাসের নামে স্রেফ ২৮ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে, সেখানে BSNL এই প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এটি গ্রাহকদের জন্য এক বিশাল সুবিধা। যদি পুরো এক বছরের হিসাব করা হয়, তাহলে BSNL গ্রাহকরা বেসরকারি সংস্থাগুলির তুলনায় প্রায় ২৪ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাচ্ছেন!

প্রতিদিন 2.5GB 4G ডেটা!

দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি এই প্ল্যানটি প্রচুর ইন্টারনেট ডেটাও দিচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা প্রদান করছে।

  • দৈনিক ডেটা: 5GB প্রতি দিন
  • মোট ডেটা: 5GB x ৩০ দিন = 75GB ডেটা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডেটা হবে 4G ডেটা। যদি আপনার এলাকায় Airtel বা Jio 5G ইন্টারনেটের গতি কম থাকে, তাহলে BSNL-এর 4G গতির ইন্টারনেট ব্যবহার করা মোটেও খারাপ বিকল্প হবে না।

আনলিমিটেড কল ও SMS!

দীর্ঘ ভ্যালিডিটি এবং 2.5GB ডেটার পাশাপাশি BSNL এই প্ল্যানে তাদের গ্রাহকদের ফ্রি আনলিমিটেড কলিং সুবিধা দিচ্ছে।

  • কলিং: যেকোনো নেটওয়ার্ক বা টেলিকম অপারেটরের নম্বরে এই ভয়েস কলিং সম্পূর্ণ ফ্রি থাকবে।
  • SMS: BSNL-এর ২২৫ টাকার এই প্ল্যানটিতে প্রতিদিন ১০০ SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে, যা দেশের যেকোনো রাজ্যে ফ্রি ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, সারা ভারতে BSNL 4G পরিষেবা পুরোদমে চালু হয়েছে এবং এখন প্রতিটি গ্রাম ও ছোট শহরেও 4G সার্ভিস উপভোগ করা যাচ্ছে। গ্রাহকদের পক্ষ থেকে নেটওয়ার্ক সমস্যার অভিযোগ মেটাতে BSNL ৯২,৬০০টিরও বেশি নতুন মোবাইল টাওয়ার চালু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

বাজারে এল Motorola Edge 70, স্লিম ডিজাইনের সঙ্গে শক্তিশালী Snapdragon 7 Gen 4 চিপসেট!

খবরের দুনিয়ায় AI-এর ম্যাজিক! ওয়ানইন্ডিয়ার ‘ওয়াইজ’ প্ল্যাটফর্ম আনছে আঞ্চলিক খবরের নতুন বিপ্লব

মুম্বইয়ের ১৩ বছরের পুরনো দুটি ফ্ল্যাট বেচে কোটি কোটি টাকা লাভ করলেন বিগ বি

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

ধামাকা অফার! কোথায় পাবেন ২০ হাজারের কমে Samsung Galaxy-র স্মার্টফোন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ