এই মুহূর্তে




সর্বনাশ! ফেলে দেওয়া ডেলিভারি বাক্স-প্যাকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে!




ইন্দ্রজি‍ৎ রায়: প্রযুক্তির দুনিয়ায় আজকের দিনে অনলাইন শপিং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। Flipkart, Amazon-এর মতো ই-কমার্স বা অনলাইন শপিং ফ্ল্যাটফর্ম থেকে অর্ডার করলেই ঘরে বসে মিলছে পছন্দের পণ্য। তাতেই খুশিতে অনেকে ডগমগ। অনেকেই অনলাইন সংস্থার প্যাকেট বা ডেলিভারি বাক্স ফেলে দেন। আর এখানেই আপনার অজান্তেই শুরু হতে পারে বিপদ!হ্যাঁ,  আপনি ঠিকই পড়েছেন। এই অপ্রয়োজনীয় মনে হওয়া ফেলে দেওয়া বাক্সটিই হয়ে উঠতে পারে সাইবার অপরাধীদের অস্ত্র।

কীভাবে হচ্ছে প্রতারণা?

এটা বলা হচ্ছে “Delivery Box Scam”। দেখে নিন পুরো প্রক্রিয়াটি:

  1. আপনি কোনও প্রোডাক্ট অর্ডার করলেন।
  2. সেটি একটি বাক্সে আপনার ঠিকানায় পাঠানো হলো।
  3. আপনি প্রোডাক্টটি রেখে বাক্সটি ডাস্টবিনে ফেললেন।
  4. স্ক্যামাররা সেই ফেলে দেওয়া বাক্স তুলে নিয়ে পড়ল তার উপর থাকা স্টিকার— যেখানে আপনার নাম, ফোন নম্বর, ইমেল ও প্রোডাক্ট সংক্রান্ত তথ্য থাকে।
  5. এরপর তারা আপনাকে ফোন করে কোম্পানির প্রতিনিধি সেজে ফিডব্যাক চাইবে।
  6. বলবে, ফিডব্যাক দিলে পাবেন বিশেষ ছাড়!
  7. পাঠাবে একটি লিঙ্ক, যাতে ক্লিক করলেই আপনার ফোনে ঢুকে পড়বে ম্যালওয়্যার।
  8. এই ভাইরাস আপনার ফোনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা UPI-এর তথ্য চুরি করে নিতে পারে।

আর আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্টে থাকবে না এক টাকাও!

কী করবেন রক্ষা পেতে?

  • স্টিকার নষ্ট করুন: বাক্স ফেলার আগে তার উপর থাকা স্টিকার স্ক্র্যাচ করে দিন বা কালো মার্কার দিয়ে ঢেকে দিন।
  • অজানা লিঙ্কে ক্লিক নয়: ছাড় বা অফারের লোভে পড়ে কখনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
  • আইডি প্রোটেকশন স্ট্যাম্প ব্যবহার করুন: বাজারে পাওয়া যায় এমন Roller Stamp দিয়ে সহজেই স্টিকার মুছে ফেলা যায়।

আজকের দিনে তথ্যই টাকা— তাই নিজের ব্যক্তিগত তথ্য রক্ষা করাই স্মার্টনেস। ডেলিভারি বাক্স নিয়ে অবহেলা করবেন না, সচেতন থাকুন, নিরাপদ থাকুন!

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বর্ষায় আর বাইকের চাকা হড়কাবে না, এসে গেল যুগান্তকারী প্রযুক্তি

নতুন প্রজন্মের জন্য কম বাজেটের ফোন নিয়ে এল Vivo, রয়েছে দুর্দান্ত ছাড়

ঐতিহ্য ফিরিয়ে আনতে ল্যান্ড রোভার নিয়ে এল এই দুর্ধর্ষ গাড়ি

১৪.৮৯ লক্ষ টাকায় বাজারে লঞ্চ হল Honda-র এই দুর্দান্ত গাড়ি

বিশাল ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা আর অসাধারণ ফিচার নিয়ে আসছে Redmi K80 Ultra

১১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে Motorola Edge 50 ফোনে, কোথায়?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ