এই মুহূর্তে




অগ্রগতির পথে এক কদম অগ্রসর ভারত, বাহুবলী রকেটে উৎক্ষেপিত CMS-03

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার তাদের সবচেয়ে ভারী ভারী কমিউনিকেশন স্যাটেলাইট CMS-03 উৎক্ষেপণ করল। এটি ভারতের স্বাধীন স্যাটেলাইট ক্ষমতা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৪,৪১০ কেজি ওজনের CMS-03 উপগ্রহটি শ্রীহরিকোটা থেকে ভারতীয় সময় বিকেল ৫:২৬ মিনিটে ভারতীয় রকেটের বাহুবলীনামে পরিচিত শক্তিশালী LVM-৩ রকেটের সাহায্যে একটি জিও সিক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রবেশ করে। উৎক্ষেপণের মাত্র ১৬ মিনিটের মধ্যেই মহাকাশযানটি LVM3 থেকে পৃথক হয়ে যায়। এই উৎক্ষেপণ দেশীয় ভারী উপগ্রহ উৎক্ষেপণ এবং সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।

এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি নৌসেনার কমিউনিকেশন হিসেবে কাজ করবে। পাশাপাশি অপারেশন সিঁদুর থেকে পাওয়া বিভিন্ন শিক্ষাকেও বাস্তবে প্রয়োগে সাহায্য করবে। LVM 3 রকেট ভারতের কাছে অন্যতম সেরা লঞ্চ ভেহিকেল। এটি ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO দ্বারা তৈরি । এর পুরো নাম হল লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি। অত্যন্ত ভারী কিছু জিনিসকে মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করে এই রকেট। এমনকি চন্দ্রযান ৩কেও মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করেছিল এই স্যাটেলাইট। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যায় ভারত।

এবার পালা LVM3-M5-এর। ২৬ অক্টোবর এটিকে স্যাটেলাইট সহ অ্যাসেম্বল করা হয়েছে। তারপরে নিয়ে আসা হয় লঞ্চপ্যাডে। এখন চলছে পরীক্ষার আগের শেষ প্রস্তুতি। ২ নভেম্বর বিকেল ৫:২৬ মিনিটে শ্রী হরিকোটার সতীশ সাওয়ান থেকে উড়বে এই রকেট। গোটা বিষয়টি দেখা যাবে ইসরোর ইউটিউব চ্যানেলে।

CMS-03 এর সম্পূর্ণ নাম হল কমিউনিকেশন স্যাটেলাইট মিশন। এটি একটি মাল্টি ব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট । এটি নানা রকম রেডিও ওয়েভে কাজ করতে পারে । ওজন মোটামুটি ৪৪০০ কেজি। এটি ভারতের সবথেকে ভারী স্যাটেলাইট হতে চলেছে, যা জিও শীক্রোনাস ট্রান্সফার অরবিটে পৌঁছে দেওয়া হবে।

এটি মূলত একটি স্পেশাল কমিউনিকেশন স্যাটেলাইট যা ভারতীয় নেভির জন্য তৈরি করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে জাহাজ, সাবমেরিন বা যুদ্ধজাহাজের মধ্যে দ্রুত সমন্বয় সাধন করা যাবে। এর ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে শত্রুদের ওপর নজর রাখা অনেক বেশি সহজ হবে। তাই এই স্যাটেলাইটকে বলা হচ্ছে সমুদ্রের চোখ।

অপারেশন সিঁদুরের পর থেকে ভারত স্যাটেলাইট বানানোর কাজ দ্রুতগতিতে চালাচ্ছে। এই স্যাটেলাইট তারই অংশ। এটি তৈরি করতে কমপক্ষে ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। পরিশেষে বলা যায়, LVM-3-তে CMS-03-এর সফল উৎক্ষেপণ কেবল ভারী-উৎক্ষেপণ বাজারে ISRO-এর স্থানকে সুদৃঢ় করে না বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগরীয় অঞ্চলে ভারতের কমান্ড ও যোগাযোগ ক্ষমতাকেও শক্তিশালী করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকে মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ