এই মুহূর্তে




এক চার্জে যাবে ৫৮২ কিমি, চলতি বছরেই নতুন ভ্যারিয়েন্টে আসছে BMW-র এই গাড়ি




নিজস্ব প্রতিনিধি: ভারতের ইভি বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে শীর্ষস্থানীয় জার্মান গাড়ি  নির্মাণকারী সংস্থা BMW খুব শিগগিরই আনতে চলেছে BMW i5-এর আরও সাশ্রয়ী কিছু ভ্যারিয়েন্ট। বর্তমানে দেশীয় বাজারে বিক্রি হচ্ছে শুধুমাত্র টপ-স্পেক BMW i5 M60 xDrive, যার দাম প্রায় ১.২ কোটি টাকা (এক্স-শোরুম)। তবে আন্তর্জাতিক বাজারে i5-এর আরও দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- i5 eDrive40 এবং i5 xDrive40। BMW ঘোষণা করেছে, চলতি বছরের মধ্যেই এই দুটি সাশ্রয়ী ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করা হবে, যা i4 (৭২.৫ লাখ টাকা) এবং i5 M60 xDrive-এর মধ্যে দামের ব্যবধান পূরণ করবে।

সংস্থা সূত্রে পাওয়া তথ্যানুসারে, নতুন ভ্যারিয়েন্টগুলির মধ্যে i5 eDrive40-এ থাকছে ৮১.২ কিলোওয়াট আওয়ার (নেট) ব্যাটারি, যা ৩৪০ এইচপি শক্তি এবং ৪৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম রিয়ার-হুইল ড্রাইভ সেটআপে। WLTP রেঞ্জ অনুযায়ী একবার চার্জে সর্বোচ্চ ৫৮২ কিমি পর্যন্ত চলতে পারে এই ভ্যারিয়েন্টটি। এর শূন্য থেকে ১০০ কিমি/ঘন্টা গতিবেগ তুলতে সময় লাগে মাত্র ৬ সেকেন্ড, আর সর্বোচ্চ গতিবেগ ১৯৩ কিমি/ঘন্টায় সীমিত করা হয়েছে।

অন্যদিকে i5 xDrive40-এ একই ব্যাটারি ব্যবহার করা হলেও দুটি মোটর (ফ্রন্ট ও রিয়ার অ্যাক্সেল) মিলে উৎপন্ন করে ৩৯৪ এইচপি শক্তি এবং ৫৯০ এনএম টর্ক। এর WLTP রেঞ্জ ৫৩৮ কিমি, এবং শূন্য থেকে ১০০ কিমি/ঘন্টা পৌঁছাতে সময় নেয় মাত্র ৫.৪ সেকেন্ড। জানা গিয়েছে, এর  সর্বোচ্চ গতি ২১৫ কিমি/ঘন্টা পর্যন্ত সীমিত।

ডিজাইনের দিক থেকে eDrive40 ও xDrive40 এর চেহারা তুলনামূলকভাবে আগ্রাসী না হলেও বর্তমান M60 xDrive-এর মতোই একই অভ্যন্তরীণ বিন্যাস এবং প্রযুক্তি থাকবে, যা প্রিমিয়াম সেডানের স্বাচ্ছন্দ্য ও স্টাইল বজায় রাখবে। অভ্যন্তরে থাকছে অত্যাধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ফ্লোটিং ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং বিলাসবহুল ফিনিশিং।

BMW India আশা করছে, এই নতুন সাশ্রয়ী i5 ভ্যারিয়েন্টগুলো ভারতীয় ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে, বিশেষত যারা প্রিমিয়াম সেগমেন্টে বৈদ্যুতিক গাড়ি কিনতে চাইছেন কিন্তু M60 xDrive-এর দামের কারণে পিছু হটেছেন। এগুলোর দাম সম্ভাব্যভাবে ৯০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে হতে পারে, যা BMW i4 এবং i5 M60 xDrive-এর মধ্যবর্তী ফাঁক পূরণ করবে।

সবমিলিয়ে, নতুন i5 eDrive40 এবং xDrive40 ভ্যারিয়েন্টের মাধ্যমে BMW ভারতের ইভি মার্কেটে আরও প্রতিযোগিতা বাড়াবে এবং ইভি প্রেমীদের জন্য আরও বিকল্প তৈরি করবে। ২০২৫ সালের শেষ নাগাদ এই গাড়িগুলি শোরুমে আসার সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

বাজারে হাজির ইয়ামাহার জনপ্রিয় বাইকের হাইব্রিড সংস্করণ, দাম মাত্র ১.৫ লক্ষ

অপেক্ষার অবসান, বুধেই বাজারে লঞ্চ হচ্ছে টিভিএসের এই জনপ্রিয় বাইক

Apple কে টেক্কা দিতে বড় প্রস্তুতি Google-এর!  আনছে নতুন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ