এই মুহূর্তে




অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় স্মার্টফোনের বাজারে ফের হইচই ফেলে দিল POCO। রিয়েলমি, রেডমি, সামসাং, অ্যাপেল প্রায়ই নিজেদের নিত্যনতুন ফোন মার্কেটে নিয়ে আসছে। আবার অনেক সংস্থা সস্তায় গ্রাহকদের জন্য ফোনগুলো বিক্রি করছে। অর্থাৎ অতিরিক্ত ছাড় দিয়ে গ্রেহকদের সামনে তুলে ধরছে। এবার POCO তাঁদের নতুন বিস্ময় POCO M7 সস্তা করতে চলেছে। ৯ হাজারের কম দামে যদি কেউ ফোন কিনতে চান, তাহলে তিনি এই ফোন কিনতে পারেন। Flipkart সাইটে বর্তমানে POCO M7 5জি ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

ছাড় যেমন দেওয়া হচ্ছে, তেমন গ্রাহকরা চাইলে কম দামেরসঙ্গে ব্যাঙ্ক অফারের সুবিধাও নিতে পারবেন। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও। যেখানে পুরোনো স্মার্টফোনের বিনিময় নতুন ফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। POCO M7 5জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি চলতি বছর মার্চ মাসে বাজারে এসেছিল। সেই সময় ফোনটির দাম ছিল ৯৯৯৯টাকা। এখন ফ্লিপকার্টে ৮৯৯৯ টাকা দামে লিস্ট করা আছে। তবে ব্যাঙ্ক অফার বিক্রি করলে ১০ শতাংশ ছাড় মিলবে। এর ফলে আরও প্রায় ১০০০ টাকা কমে যাবে ফোনে দাম। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে আরও ছাড় মিলবে। কিন্তু ফোনের মডেল ও অবস্থার ওপর নির্ভর করবে সেটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেয়ারবাজারে ভুমিকম্প, সাত সকালে ৩.৫ লক্ষ কোটি টাকা গায়েব‌ লগ্নিকারীদের

200MP পেরিস্কোপ ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 সহ নতুন ফোন আনল Realme

বিয়ের মরসুম শুরু হতেই হাসি ফুটল ক্রেতার মুখে, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম

স্বপ্ন নয়, সত্যি! এবার আর রাস্তায় না, ট্যাক্সি চলবে আকাশ পথে

লঞ্চ হল X Chat, তবে কি WhatsApp-এর দিন শেষ?

আপগ্রেডের চমক! আসছে Redmi 15C, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ