এই মুহূর্তে




ধামাকা অফার! ২০ হাজারের বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy s25 ultra

নিজস্ব প্রতিনিধি : ই-কমার্স সাইট flipkart এ চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। শুক্রবারে শেষ হতে চলেছে এই সেল। অর্থাৎ হাতে সময় খুব কম। আজকেই পছন্দের ফোন কিনে নিতে পারেন। Samsung Galaxy s25 ultra ফোনটি অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। samsung এর এই ফোনটি ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সঙ্গে অনেকটাই বেশি ছাড় পাওয়া যাচ্ছে।

বছরের শুরুতে এই ফোনটি বাজারে এসেছিল ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকায়। দুর্দান্ত ডিজাইন কোয়াড ক্যামেরা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ও স্পেন্স সাপোর্ট সহ বাজারে এসেছিল। এখন অনেক সপ্তাহে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে ২০ হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। flipkart এটির দাম এখন ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা। ব্ল্যাক ফ্রাইডে সেলে ফ্লিপকার্ট এক্সেস এবং এসবিআই ব্যাঙ্ক কার্ডে চার হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই হিসেবে খুন্তির দাম কমে দাঁড়াবে ১ লক্ষ ৫ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।

এই ফোনে রয়েছে 6.9-ইঞ্চি QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। এটির রিফ্রেশ রেট 120Hz। ফোনটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে এবং 12GB পর্যন্ত RAM সহ আসে। এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই ফোনে। ফটোগ্রাফির ক্ষেত্রে Samsung Galaxy s25 ultra ফোনটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া রয়েছে। 5x অপটিকাল জুম সাপোর্ট করে। এই ফোনে ১০ মেগাপিক্সেল৩ এক্স টেলিফটো শুটার লেন্সও দেওয়া রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে ১২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতে এল 7300 প্রো প্রসেসর সহ Nothing Phone 3a Lite, কত দাম জানুন

১৪ মাস পর নতুন উচ্চতায় নিফটি, লক্ষ্মীবারে তৈরি হল রেকর্ড

দাম কম, দম বেশি! 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে ভারতে এল Moto G57 Power

7000mAh ব্যাটারি নিয়ে আসছে iQOO 15 Mini ফ্ল্যাগশিপ

লঞ্চেই নজর কাড়ল Poco Pad X1 এবং Pad M1! শক্তিশালী প্রসেসর আর বিশাল ব্যাটারির যুগলবন্দি

শক্তিশালী iQOO 15 ভারতে লঞ্চ, আজ থেকেই কিনতে পারবেন? জেনে নিন কীভাবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ