এই মুহূর্তে




অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা Tesla ভারতে তাদের বহুল প্রতীক্ষিত Model Y-এর আনুষ্ঠানিক লঞ্চ করেছে। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে টেসলার প্রথম শোরুম উদ্বোধনের সঙ্গেই গাড়িটির বাজারজাতকরণ শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, Model Y-এর প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত)। দুটি ভ্যারিয়েন্টে গাড়িটি পাওয়া যাবে।  Standard এবং Long Range। আপাতত বুকিং শুরু হলেও প্রথম ধাপে শুধু দিল্লি, গুরুগ্রাম এবং মুম্বইতেই ডেলিভারি মিলবে।

রেঞ্জ ও চার্জিং ক্ষমতা

Tesla Model Y-এর অন্যতম প্রধান আকর্ষণ এর দুর্দান্ত ব্যাটারি রেঞ্জ।

Standard ভ্যারিয়েন্ট — WLTP অনুযায়ী সর্বোচ্চ ৫০০ কিমি রেঞ্জ, ০-১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগে ৫.৯ সেকেন্ড।

Long Range ভ্যারিয়েন্ট — WLTP অনুযায়ী সর্বোচ্চ ৬২২ কিমি রেঞ্জ, ০-১০০ কিমি/ঘণ্টা তুলতে সময় লাগে ৫.৬ সেকেন্ড।

তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ৬৩kWh ব্যাটারি এবং ২৮৩hp রিয়ার মোটর, আর লং রেঞ্জে ৮৩kWh ব্যাটারি ও ৩১২hp মোটর ব্যবহৃত হয়েছে। উভয় ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ ২০১ কিমি/ঘণ্টা।

Tesla জানিয়েছে, Supercharger প্রযুক্তির মাধ্যমে মাত্র ১৫ মিনিটে লং রেঞ্জ ভ্যারিয়েন্টে ২৬৭ কিমি পর্যন্ত চার্জিং সম্ভব। ভারতে প্রাথমিকভাবে ১৬টি Supercharger স্থাপন করা হবে বলে জানা গিয়েছে, যার মধ্যে আটটি থাকবে মুম্বাই এবং দিল্লিতে।

ডিজাইন ও অভ্যন্তরীণ বিন্যাস

Model Y-র ডিজাইন অত্যন্ত মিনিমালিস্টিক। সামনে ফ্রন্ট ফেসিয়ায় ফুল-ওয়াইড LED লাইট বার, হেডল্যাম্প বাম্পারে স্থাপন করা, এয়ার ভেন্ট বর্ডার দিয়ে বেষ্টিত। গাড়ির পাশে রয়েছে ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডল, বৃহৎ গ্লাসহাউস এবং ১৯ ইঞ্চি এয়ারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল। পেছনে ডাকটেল স্পয়লার এবং ফুল-ওয়াইড LED টেললাইট নজর কাড়ে।

অভ্যন্তরেও রয়েছে ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন, যেটির মাধ্যমেই প্রায় সমস্ত ফাংশন নিয়ন্ত্রণ করা যায়। ফিজিক্যাল বাটনের ব্যবহার খুবই সীমিত। ড্যাশবোর্ডের মধ্যে লুকানো ইলেকট্রনিকালি অপারেটেড AC ভেন্ট এবং পিছনে ৮ ইঞ্চির আলাদা টাচস্ক্রিনও রয়েছে।

ফিচার্স ও সুরক্ষা ব্যবস্থা

সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে ভারতীয় Model Y-তে থাকছে —

  • হিটেড ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
  • ফোল্ডিং হিটেড রিয়ার সিট
  • ৯ স্পিকারের অডিও সিস্টেম
  • প্যানোরামিক গ্লাস রুফ
  • হিটেড স্টিয়ারিং ও উইন্ডশিল্ড
  • ৮টি এক্সটার্নাল ক্যামেরা
  • সংযুক্ত কার টেকনোলজি
  • ড্যাশক্যাম
  • Autopilot ফিচার অতিরিক্ত ৬ লাখ টাকা দিয়ে আলাদাভাবে নেওয়া যাবে।

ওয়ারেন্টি এবং প্রতিযোগিতা

Tesla ৪ বছর বা ৮০,০০০ কিমি গাড়ির ওয়ারেন্টি এবং ৮ বছর বা ১,৯২,০০০ কিমি ব্যাটারি ও ড্রাইভ ইউনিটের ওয়ারেন্টি দিচ্ছে।

প্রতিযোগিতার ক্ষেত্রেও Model Y পিছিয়ে নেই। বাজারে এর প্রধান প্রতিদ্বন্দ্বী —

  • Kia EV6 (৬৫.৯৭ লাখ টাকা)
  • Volvo EC40 (৫৯ লাখ টাকা)
  • Mercedes-Benz EQA (৬৭.২০ লাখ টাকা)

সংস্থাটি আরও জানিয়েছে, Model Y -এর ডেলিভারি শুরু হবে এই ত্রৈমাসিক থেকেই, এবং Long Range ভ্যারিয়েন্ট অক্টোবর থেকে।

Tesla Model Y ভারতের ইভি বাজারে এক নতুন দিগন্তের সূচনা করল। অত্যাধুনিক প্রযুক্তি, আধুনিক ডিজাইন এবং বিশ্বমানের পারফরম্যান্সের সমন্বয়ে Tesla Model Y নিঃসন্দেহে প্রিমিয়াম ইলেকট্রিক SUV শ্রেণিতে নিজের শক্ত অবস্থান তৈরি করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ