এই মুহূর্তে




চেতকের সঙ্গে টক্কর দিতে ১.১০ লক্ষ টাকায় নয়া স্কুটার নিয়ে এল TVS




নিজস্ব প্রতিনিধি: নামী দু’চাকা বিশিষ্ট যান নির্মাণকারী সংস্থা TVS সম্প্রতি তাদের iQube পরিবারের নতুন সদস্য হিসেবে iQube 3.1 বাজারে এনেছেযা এর প্রতিদ্বন্দ্বী ইভি মডেলগুলোর মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। ৩.১কিলোওয়াট আওয়ার ব্যাটারির শক্তি নিয়ে লঞ্চ হওয়া এই নতুন ই-স্কুটারটির দাম রাখা হয়েছে ১.১০ লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু, PM e-Drive সাবসিডি-সহ)। এর মাধ্যমে iQube পরিবারে এখন মোট ছয়টি ভ্যারিয়েন্ট হল, যা ক্রেতাদের জন্য বিভিন্ন রেঞ্জ ও বাজেটের অপশন দিচ্ছে।

রেঞ্জ ও পারফরম্যান্সের দিক থেকে

সংস্থা সূত্রে জানা গিয়েছে, TVS iQube 3.1-এর ৩.১kWh ব্যাটারি ১২১ কিমি আইডিসি রেঞ্জ দিতে সক্ষম, যা শহুরে যাতায়াতের জন্য যথেষ্ট। Bosch-এর হাব-মাউন্টেড মোটর এই স্কুটারকেও শক্তি জোগায়, যা এর পূর্ববর্তী iQube মডেলগুলোর মতোই নির্ভরযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় হল, iQube 3.1-এর টপ স্পিড ৮২ কিমি/ঘণ্টা, যা এর উচ্চ-স্পেক ST মডেলের সমান। এর ওজন মাত্র ১১৬.৮ কেজি, যা একে আরও হালকা করে তুলেছে।

চার্জিং ও অন্যান্য ফিচার

চার্জিং টাইমের নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ পায়নি। তবে ধারণা করা হচ্ছে iQube ৩.১-এর ০-৮০% চার্জ হতে সময় লাগবে iQube ২.২-এর (২ঘন্টা৪৫মিনিট) এবং iQube ৩.৫-এর (৪ঘন্টা৩০মিনিট) মধ্যে। ফিচারের দিক থেকে, এটি iQube ৩.৫-এর সমতুল্য – থাকছে ৩২ লিটারের বিশাল বুট স্পেস, রঙিন TFT ডিসপ্লে, ফ্রন্ট ডিস্ক ব্রেক, পিলিয়ন ব্যাকরেস্ট এবং আকর্ষণীয় ডুয়াল-টোন রংয়ের বিকল্প।

দাম ও রংয়ের অপশন

iQube 3.1-এর জন্য পাঁচটি রংয়ের বিকল্প রাখা হয়েছে – হোয়াইট, ব্রাউন, গ্রে, কপার/বেজ ও ব্লু/বেজ। এই দাম এবং বৈশিষ্ট্য iQube ৩.১-কে iQube ২.২ (১.০১ লাখ টাকা) এবং iQube ৩.৫ (১.২৩ লাখ টাকা)-এর মধ্যে একটি আদর্শ বিকল্প হিসেবে স্থাপন করেছে। এর মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিতে পারবেন।

প্রতিযোগিতার প্রেক্ষাপট

দেশীয় বাজারে iQube ৩.১-এর লঞ্চ এমন সময়ে হল যখন iQube-এর প্রধান প্রতিদ্বন্দ্বী Bajaj Chetak সম্প্রতি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। তাই TVS-এর এই নতুন অফার দেশের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে প্রতিযোগিতায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। অর্থাৎ, TVS iQube 3.1 একদিকে যেমন আধুনিক প্রযুক্তি আর আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে, তেমনি প্রতিযোগিতামূলক দামের মাধ্যমে শহুরে ক্রেতাদের জন্য ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Apple প্রেমীদের জন্য বড় চমক, আসছে পাতলা ও অত্যাধুনিক iPhone 17 Air!

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে এল ভারতের এই সংস্থা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা ১১ শতাংশ বেড়েছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ