এই মুহূর্তে




নতুন ফিচার নিয়ে লঞ্চ হল টিভিএসের এই দুর্দান্ত বাইক, দাম কত জানেন?




নিজস্ব প্রতিনিধি:  প্রথিতযশা মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা TVS মোটর তাদের জনপ্রিয় স্পোর্টস নেকেড বাইক Apache RTR 200 4V-এর ২০২৫ সালের সংস্করণ ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। নতুন আপডেটের পরে বাইকটির দাম নির্ধারিত হয়েছে ₹১,৫৩,৯৯০ (এক্স-শোরুম, দিল্লি) টাকা। যা বাইকটির পূর্ব মডেলের তুলনায় ₹৫,৩৭০ টাকা বেশি।

নতুন কী কী আছে ২০২৫ সালের Apache RTR 200 4V-এ?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, নতুন মডেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক পরিবর্তন ও কসমেটিক আপডেট আনা হয়েছে:

১. ইঞ্জিন ও পারফরম্যান্স

বাইকটিতে আগের মতই একটি ১৯৭.৭৫ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুল্ড ইঞ্জিন রয়েছে।

শক্তি উৎপাদন: ২০.৮ হর্সপাওয়ার @ ৯০০০rpm

টর্ক: ১৭.২৫Nm @ ৭২৫০rpm

এছাড়া বাইকটিতে এখন OBD-2B নির্গমন পাওয়া যাচ্ছে, যা পরিবেশবান্ধবতার দিক থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বাইকটিতে আগের মতই তিনটি রাইডিং মোড রয়েছে — Urban, Sport ও Rain — যা রাইডিং কন্ডিশন অনুসারে পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে।

২. নতুন সাসপেনশন ও হ্যান্ডেলবার

এবার বাইকটিতে দেওয়া হয়েছে ৩৭ মিমি USD (Upside Down) ফর্ক, যা বাইকের হ্যান্ডলিং ও রোড গ্রিপ উন্নত করবে। নতুন হাইড্রোফর্মড হ্যান্ডেলবার ব্যবহারের ফলে কম্পন কমবে এবং স্টিয়ারিং আরও স্থিতিশীল হবে।

৩. ডিজাইন ও রঙের নতুন সংযোজন

বাইকটির ভিজ্যুয়াল আকর্ষণ বাড়াতে লাল রঙের অ্যালয় হুইল যোগ করা হয়েছে।

বাইকটি এখন তিনটি নতুন রঙে উপলভ্য — Glossy Black, Matte Black এবং Granite Grey।

বাইকের বাকি ডিজাইন, এলইডি হেডল্যাম্প ও টেলল্যাম্প, ট্যাঙ্ক ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

৪. প্রযুক্তিগত ও নিরাপত্তা বৈশিষ্ট্য

  • পূর্বের মতই বাইকটিতে থাকছে TVS SmartXonnect Bluetooth Connectivity, যার মাধ্যমে মোবাইলের সঙ্গে বাইক সংযুক্ত করা যায়।
  • সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার বজায় রাখা হয়েছে, যা ড্যাশবোর্ডে গুরুত্বপূর্ণ সব তথ্য (গিয়ার পজিশন, মোড সিলেক্টর, কল/মেসেজ এলার্ট) দেখায়।
  • Dual-channel ABS, রেস-টিউনড স্লিপার ক্লাচ, এবং অ্যাডজাস্টেবল লিভারস বহাল রয়েছে।

প্রতিযোগিতা ও বাজার অবস্থান

এই নতুন Apache RTR 200 4V বাজারে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Bajaj Pulsar NS200 ও Pulsar N250-এর সঙ্গে। এই দুই বাইকের মধ্যে Apache এর মূল আকর্ষণ—রাইডিং মোড, Bluetooth, USD ফর্ক এবং slipper clutch—বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীর চেয়ে উন্নত।

২০২৫ সালের TVS Apache RTR 200 4V স্পষ্টতই একটি পরিপূর্ণ প্যাকেজ, যেখানে আধুনিক প্রযুক্তি, উন্নত সাসপেনশন, পরিবেশ বান্ধব ইঞ্জিন ও আকর্ষণীয় ডিজাইন সবই একসঙ্গে পাওয়া যাচ্ছে। নতুন USD ফর্ক ও হ্যান্ডেলবার আপডেট বাইকের রাইডিং ডায়নামিক্স আরও উন্নত করেছে। সামগ্রিকভাবে, এটি অ্যাডভান্স ফিচার ও উপযোগিতার দিক থেকে স্পোর্টি নেকেড বাইক সেগমেন্টে একটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আসছে iQOO-র শক্তিশালী ব্যাটারির 5G স্মার্টফোন, দাম শুনে বিশ্বাসই হবে না

এখন ATM থেকে সরাসরি তুলতে পারবেন PF এর টাকা, আসছে নতুন সুবিধা

স্মার্টফোন ও গ্যাজেটে অবিশ্বাস্য ছাড় নিয়ে হাজির Nothing এর ‘Now or Nothing’ সেল

iPhone এ কীভাবে ইনস্টল করবেন iOS 26? ফিচারগুলো জানুন

স্টাইল, ক্যামেরার দারুণ মিশেল, মাত্র ৯,২৯৯ টাকায় ৫জি ফোন নিয়ে এলো itel

অবিশ্বাস্য! ১৫ বার ব্যর্থ IVF-এর পর অবশেষে AI-এর জাদুতে গর্ভধারণ করলেন এক মহিলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ