এই মুহূর্তে




অষ্টমীর সকালে ভুলেও জমকালো পোশাক এবং চড়া মেকআপে সাজবেন না

নিজস্ব প্রতিনিধি: সামনেই দুর্গা পুজো (Durga Puja)। এবার পুজোতে কেমন ভাবে সাজবেন, সেই পরিকল্পনা নিশ্চয়ই এতদিনে করে ফেলেছেন? সারা বছর তো নাকে মুখে গুঁজে অফিস যাওয়ার তাড়া, ঘর সামলানোর তাড়া, পড়াশোনা, কলেজ সবকিছুই বাঙালির নিত্য জীবনকে একেবারে ঘিরে ফেলেছে। তাই সাজগোজেরও কোনো বালাই নেই। তাই পুজোতে কী ভাবে সাজবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা পুজোর মাস চারেক আগে থেকেই শুরু হয়ে যায়। তবে পুজোর দিনগুলির মধ্যে ষষ্ঠী-সপ্তমী ছেড়ে দিন। অষ্টমীর দিন, সবার কাছেই একটি বিশেষ দিন! সেদিনের পোশাক, মেকআপ, চুলের বাহার, সবেতেই একটু সাবেকআনার ছোঁয়া না রাখলে কিছুতেই মন ভরে না। সব্বার চেয়ে আলাদা ভাবে নিজেকে দেখতে চান সবাই! চলুন আজ অষ্টমী সাজের কিছু টিপস জানিয়ে দিই আপনাদের, যা ফলো করলে দুর্গা পুজোর অষ্টমীতে (Ashtami) আপনার দিক থেকে কারুরই চোখ সরবে না।

পোশাক কেমন হওয়া উচিত

ভোরবেলা ঘুম থেকে উঠে, স্নান সেরে, সাজুগুজু করে একেবারে রেডি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্যে! কাজেই বুঝতেই পারছেন, দুর্গা পুজোর এই বিশেষ সকালটিতে পোশাক বাছতে হবে খানিকটা ভেবে-চিন্তে। পুজোর অন্যান্য দিনগুলোতে পশ্চিমি পোশাকে মানিয়ে গেলেও অষ্টমীর দিন পরনে বাঙালিআনা না রাখলেই নয়। তবে এদিন শাড়ি বলতে, লাল পাড় সাদা শাড়ি পরার চলই বেশি থাকে। তবে চাইলে কুর্তা-চুড়িদার বা ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসও পরতে পারেন। তবে হালকা বর্ণের পোশাকই বাছবেন।

অষ্টমীর সকালে মেকআপ

অষ্টমীর সকালে মেকআপ হবে পরিশীলিত। অষ্টমী হোক বা পুজোর অন্য কোনোদিন, সকালের মেকআপ একদমই কিন্তু চড়া রাখলে চলবে না। অনেকেই সকালে ঠাকুর দেখতে বেরিয়ে, ঘুরে ফিরে একেবারে রাতে ফেরেন। তাই সক্কাল-সক্কালই জমকালো মেকআপ করে বেরিয়ে পড়েন! না এই কাজটি ভুলেও করবেন না। সকালের মেকআপ রাখবেন স্নিগ্ধ। ফাউন্ডেশন, কনসিলার, কন্টোরিং – এগুলোকে তুলে মুখ ভাল করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু মেকআপের মধ্যে নিজের কমপ্লেক্সন অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। পিচ ব্লাশ অন লাগাতে পারেন, ঠোঁটে লাগাতে পারেন পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। চাইলে অবশ্য ম্যাট ফিনিশ লিপস্টিকও লাগাতে পারেন। চোখে উইংড আইলাইনার লাগাতে পারেন আবার ঘন করেও কাজলের রেখা টানতে পারেন।

অষ্টমীর রাতে কেমন সাজবেন

তবে সকালে ছিমছাম সাজলেও অষ্টমীর রাতে যখন ঠাকুর দেখতে বেরবেন, তখন বেশ জমকালো না সাজলেই নয়। তাই অষ্টমীর রাতে ভারতীয় সনাতনী পোশাক পরতে পারেন আবার পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করতে পারেন। জমকালো পোশাকের মধ্যে হ্যান্ডলুমের শাড়ি। যদি ড্রেস পরতে চান, তবে ইন্দো-ওয়েস্টার্ন ধাঁচের ড্রেস পরতে পারেন, আবার গাউনও পরতে পারেন।

অষ্টমীর রাতের মেকআপ

অষ্টমীর সকালে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু একদম নিয়ম মেনে মেকআপটা করতে হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে। প্রয়োজনে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে নিন। ব্রাউন ঘেঁষা ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে চাইলে স্মোকি অথবা কাট ক্রিজ, যেমন ইচ্ছে মেকআপ করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘরে ইতিবাচকতা এবং সম্পদ বৃদ্ধি করতে এই পাঁচটি ফেং শুই টিপস মেনে চলুন

বাড়িতে তুলসী গাছ লাগিয়ে করুন একটি কাজ, দেবী লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে সংসার

পুজোয় ঘন ঘন সুগন্ধির স্প্রেতে গলায় জমেছে কালো দাগ, দূর করুণ এভাবে

দূর হয় বাস্তুদোষ, জেনে নিন এর অলৌকিক উপকারিতা সম্পর্কে

উত্তরবঙ্গ যেতে ভয় পাচ্ছেন? রইল পাহাড় আর সবুজ ঘেরা বিকল্প গন্তব্যের খোঁজ

আবহাওয়া পরিবর্তনে জ্বর-সর্দি-কাশির ভয়, প্রতিরোধ করুন ঘরোয়া টোটকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ