এই মুহূর্তে

পুজোয় ওঁদের মুখে মুখে হাসি ফোটাল দার্জিলিং পুলিশ

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো (DURGA PUJA) মানেই উৎসব। সকলের চাই-ই চাই নতুন পোশাক। সকলের মধ্যে ওঁরা থেকেও যেন ‘নেই রাজ্যের বাসিন্দা’। ওঁদের সামর্থ্য নেই নতুন পোশাক কেনার। তবে উৎসবে আনন্দ করার অধিকার সকলের। তাই এঁদের মুখে হাসি ফোটাল দার্জিলিং জেলা পুলিশ।

দার্জিলিং পুলিশের মানবিক মুখ বারবার দেখেছে জেলাবাসী। রাজ্যের অন্যান্য জেলার পুলিশের কাছে দৃষ্টান্ত উত্তরের এই পুলিশ মহল। তাই উৎসবের শুরুতেই শিশু থেকে বৃদ্ধ ‘ওঁদের’ রুক্ষ চামড়া- ফেটে যাওয়া ঠোঁটে হাসি ফুটতে দেখা গিয়েছিল। আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন ‘দুয়ারে দুয়ারে’। ওঁদের হাতে তুলে দিয়েছিলেন শারদ উপহার। কার্শিয়াং থানার অন্তর্গত মাজুয়া গ্রামে বস্ত্র বিতরণ করেছিলেন কার্শিয়াঙের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আর সেই উপহার পরেই বাচ্চা থেকে বড়োরা ভিড় জমিয়েছিলেন মণ্ডপে মণ্ডপে।

উল্লেখ্য, এর আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নজির গড়েছিল দার্জিলিং (DARJEELING) পুলিশ (POLICE)। চালু করেছিল পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী, তাঁদের জন্যই খোলা হয়েছিল ভানু ভক্ত আচার্য গ্রন্থাগার ও অধ্যয়ন কেন্দ্র। ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করার পরে তাঁদের ‘তৈরি’ করা হচ্ছে। বিশেষ ৭ বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই অভিনব পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। পাঠদানের জন্য থাকছেন বিশিষ্টজনেরা। অনুগ্রহ বা দাক্ষিণ্য, যাতে কেউ না ভাবেন, সেই জন্য এককালীন ফি মাত্র ১০ টাকা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভার অধিবেশনে এবার দুটি প্রস্তাব আনছে রাজ্য সরকার, সেগুলি কী?‌ কতটা চাপে পড়বে বিজেপি?‌

বাড়তি বিলের অভিযোগে সরব তৃণমূল সাংসদ, বাধ্য হয়ে টাকা ফেরাল হাসপাতাল কর্তৃপক্ষ

শহরে ২০০ সিএনজি বাসের গ্রিন সিগন্যাল, রুট ম্যাপ তৈরিতে বিশেষ নজর প্রশাসনের

উত্তরবঙ্গে ৫০ লক্ষ পরিবারের কাছে পৌঁছানোর পরিকল্পনা বিজেপির, মার্চ থেকে রথযাত্রা

বুধে নয়, বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা–অভিষেক

রুবিতে স্কাইওয়াক তৈরিতে পুলিশের ছাড়পত্র, বরাদ্দ ৫০ কোটি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ