এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বেশি ভাড়া নিলেই সিজ করা হবে বাস, সিদ্ধান্ত রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সহ শহরতলি এলাকার পাশাপাশি জেলায় জেলায় বেসরকারি বাসের ভাড়া নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে কোভিডকালের শেষ দিক থেকেই। বেসরকারি বাসের মালিকেরা(Private Bus Owners) চাইছেন বাসের ভাড়া(Bus Fare) বাড়ানো হোক। যদিও সে পথে হাঁটা দেয়নি রাজ্য সরকার। কিন্তু সেই টানাপোড়েনের মাঝেই প্রায় সব বেসরকারি বাস রুটেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভাড়া বৃদ্ধি কোথাও ১-২টাকা বাড়ানো হয়েছে কোথাও বা দ্বিগুণ বা তিনগুণ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জেরেই কোথাও কোথাও ১৩ টাকার ভাড়া বেড়ে ২৫টাকাও হয়েছে। এই সব ভাড়ার জটিলতা এড়াতে রাজ্য সরকার ফ্র‌্যাঞ্চইজিতে সরকারি বাস চালানোর কথা ভাবা শুরু করেছিল। ঠিক হয়েছিল সেই বাস চালানো হবে কিছু দূরপাল্লার রুটে ও ৮টি কলকাতা ও শহরতলি রুটে। সেই ক্ষেত্রেই রাজ্য সরকার এবার জানিয়ে দিল, তাঁদের বেঁধে দেওয়া ভাড়াতেই সেই বাস চালাতে হবে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তও। যার অন্যতম বেশি ভাড়া নিয়ে বাস চালালেই বাস সিজ করে নেওয়া হবে।

সোমবার পরিবহণ ভবনে বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ দফতরের কর্তারা। সেখানেই তাঁরা বাস মালিকদের জানিয়ে দেন, যারা সরকারি বাস ফ্র‌্যাঞ্চইজিতে নিয়ে চালাতে চান তাঁদের বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত, বাস নেওয়ার সময় ৩ লক্ষ টাকা ব্যাঙ্ক গ্যারেন্টি(Bank Guaranty) দিতে হবে। দ্বিতীয় শর্ত, বাস যিনি নেবেন তাঁকে সরকারের কাছ থেকেই বাসের চালক ও কর্মী নিতে হবে। বাইরে থেকে কাউকে তিনি নিয়োগ করতে পারবেন না। সেই ২ বা ৩ কর্মীর বেতন তাঁকেই দিতে হবে। সেখানে কমিশন প্রথা চলবে না। তৃতীয় শর্ত, রাজ্য সরকারের ভাড়া অনুযায়ী বাস চালাতে হবে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। তেমন ঘটনা ঘটলে বাস সিজ করে নেওয়া হবে। সেক্ষেত্রে ৩ লক্ষ টাকা ফেরত পাওয়াও যাবে না। চতুর্থ শর্ত, সারাদিন বাস চালিয়ে রাতে বাস রাখতে হবে সরকার নির্ধারিত জায়গাতেই। কোনও কারণে বাসের সারাইয়ের প্রয়োজন হলে সরকারি ডিপোতেই তা করতে হবে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া সব শর্ত মানতে চান না বাসের মালিকেরা।

রাজ্যের শর্ত জেনে বাস মালিকেরাও পাল্টা শর্ত দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকার শেষ ভাড়া বাড়িয়েছিল ২০১৮ সালে। এখন সেই ভাড়ায় আর বাস চালানো সম্ভব নয়। মাসে মাসে সব খরচ মিটিয়ে তাঁরা সরকারকে ৮ হাজার টাকার বেশি দিতে পারবেন না। বাস নেওয়ার সময় ব্যাঙ্ক গ্যারেন্টিও দেওয়া সম্ভব নয়। কিন্তু তার থেকেও বড় কথা এখন রাজ্যের বেসরকারি বাস মালিকদের একাধিক সংগঠন মনে করছে ভাড়া বাড়ানো নিয়ে আগামী দিনে রাজ্য সরকার বাস সিজের পথে হাঁটতে পারে। নবান্নের আধিকারিকদের একাংশের ধারনা সে পথে এখনই হয়তো হাঁটা দেবে না রাজ্য। কিন্তু অভিযোগ বাড়তে থাকলে রাজ্য বাস সিজের পথে হাঁটলেও হাঁটতে পারে। আমজনতার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া মেনে নেবে না রাজ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে কমিশনে নালিশ দেশ বাঁচাও গণমঞ্চের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

সন্দেশখালি নিয়ে ট্যুইট মমতার, নিশানায় বিজেপি, তোপ অভিষেকেরও

শ্লীলতাহানিকাণ্ডে রাজভবনের কাছ থেকে  সিসিটিভি ফুটেজ চাইল লালবাজার  

RERA’র নির্দেশে সুদে আসলে ২১ লক্ষ টাকা ফেরত পেলেন বৃদ্ধ দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর