এই মুহূর্তে

ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারলেন না গ্যাংস্টার আতিক আহমেদ

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmad) ছেলে আসাদ আহমেদ (Asad Ahmad)। শনিবার আসাদের শেষকৃত্যে যোগ দিতে পারলেন না জেলবন্দি আতিক আহমেদ।

শনিবার কড়া পুলিশি নিরাপত্তায় উত্তরপ্রদেশের কাসারি মাসারি (Kasari Masari) কবরস্থানে আসাদের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। যদিও গ্যাংস্টার-পুত্রের দাফনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি নিকটাত্মীয়দের। কয়েকজন দূর সম্পর্কের আত্মীয় এবং কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা প্রক্রিয়াটি এক ঘন্টার মধ্যে শেষ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রয়াগরাজের জয়েন্ট পুলিশ কমিশনার আকাশ কুলহারি (Akash Kulhari) সংবাদ সংস্থাকে বলেন, ‘আসাদ আহমেদের শেষকৃত্য এক ঘন্টা ধরে সম্পন্ন হয়েছে। আতিকের কয়েকজন দূরবর্তী আত্মীয় এবং এলাকার কিছু লোককে কবরস্থানে যেতে দেওয়া হয়েছিল। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্তের প্রয়োজন ছিল।’ আসাদের কাকা উসমান ভাইপোর দেহ কাঁধে নিয়ে কবরস্থানে পৌঁছন। কবরস্থানের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পুলিশের।

উল্লেখ্য ছেলের জানাজায় অংশ নেওয়ার জন্য শুক্রবার আতিক আহমেদ ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চেয়েছিলেন। তাঁর আইনজীবী মনীশ খান্না (Manish Khanna) জানিয়েছিলেন, যেহেতু শুক্রবার আম্বেদকর জয়ন্তীর কারণে ছুটি ছিল, তাই রিমান্ড ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন পাঠানো হয়েছিল। কিন্তু শনিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আতিকের আবেদন পেশ করার আগেই দাফন সম্পন্ন করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

‘আমারও প্যারোল চাই’, ধর্ষক রাম রহিমের পর এবার আবদার মাফিয়া ডন আবু সালেমের

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ