এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গঙ্গা দূষণ ঠেকাতে কলকাতা পুরনিগমকে পথ দেখাবে চাঁপদানি পুরসভা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এ যেন উলোট পুরাণ। এতদিন কলকাতা(Kolkata) রাস্তা দেখিয়ে এসেছে রাজ্যের(Bengal) অনান্য শহরকে। এবার কলকাতাকে রাস্তা দেখাচ্ছে বাংলারই এক শহর। হ্যাঁ ঠিক পড়ছেন। এতটুকুও বাড়িয়ে বলা হচ্ছে না। কলকাতা পুরনিগমকে(KMC) পথ দেখাবে হুগলি জেলার(Hooghly District) চাঁপদানি পুরসভা(Chnapdani Municipality)। শহরের নোংরা জলকে কীভাবে পরিশ্রুত করে ফের তা ব্যবহারের উপযোগী করে তোলা যায় সেটাই এবার কলকাতা পুরনিগমকে শেখাবে চাঁপদানি পুরসভা। সেই সঙ্গে শেখাবে শহরের নোংরা জলকে গঙ্গায় না ফেলে কীভাবে গঙ্গা দূষণ ঠেকানো যায়। এত দিন ধরে কলকাতা পুরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আকৃষ্ট করত রাজ্যের বিভিন্ন পুরসভাকে। এমনকি আকৃষ্ট হতেইন বিদেশীরাও। কলকাতা পুরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজ অনুসরণ করতে চিনের প্রতিনিধিরা কয়েক বছর আগে এ শহরে এসেছিলেন। ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজে কলকাতা পুরসভার মতামত নিয়েছে বাংলাদেশ প্রশাসনও। এ বার কলকাতা পুরনিগমের প্রতিনিধিদল ঘুরে এলেন হুগলির চাঁপদানি পুরসভা থেকে।

জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের আধিকারিকেরা চাঁপদানিতে গিয়ে নিকাশির জল শোধনের যন্ত্র দেখে এসেছেন। সেই প্রতিনিধি দলে ছিলেন পুরনিগমের কমিশনার বিনোদ কুমার-সহ পদস্থ পুরকর্তারা। পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংহ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘কলকাতা পুরনিগম আগামী দিনে নিকাশির জল শোধন করে গাছ, রাস্তা ধোয়ার কাজে ব্যবহার করতে চায়। চাঁপদানি পুরসভা গঙ্গা সংলগ্ন এলাকায় নিকাশির জল পরিশোধনে আধুনিক যন্ত্র বসিয়েছে। ওই যন্ত্র দেখে এসেছি। সেটি সম্পর্কে বিস্তারিত জানতেও চেয়েছি।’ অন্যদিকে চাঁপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র জানিয়েছেন, ‘পলতা ঘাটের পাশের হাইড্রেন মারফত নোংরা জল সরাসরি গঙ্গায় পড়ত। বহু বছর ধরে পরিকল্পনা ছিল, ওই নোংরা জল আমরা পরিশোধন করব। প্রায় ২২ লক্ষ টাকা খরচে মাস চারেক আগে ওই যন্ত্র বসানো হয়েছে। পরীক্ষামূলক ভাবে সেটি কাজ করছে। আগামী দিনে আরও যন্ত্র বসানোর পরিকল্পনা আছে।’

চাঁপদানি পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘চাঁপদানিকে দেখে হুগলি তথা গঙ্গা লাগোয়া বিভিন্ন পুরসভা শিখুক। গঙ্গাদূষণের অন্যতম কারণই হল, বিভিন্ন পুর এলাকার নিকাশির জল সরাসরি গঙ্গায় পড়ে। ওই সব পুরসভা চাঁপদানির মতো নিকাশি পরিশোধন যন্ত্র বসালে গঙ্গাদূষণ ঠেকানো সম্ভব।’ উল্লেখ্য কয়েক দশক ধরে কেন্দ্রের একাধিক প্রকল্প এসেছে গিয়েছে গঙ্গা দূষণ ঠেকানোর জন্য। কিন্তু কিবা উত্তরপ্রদেশ, কিবা বিহার, কাজের কাজ কিছুই হয়নি। এরাজ্যেও গঙ্গার তীরবর্তী শহরগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বার বার শহরের দূষিত জল সরাসরি গঙ্গায় ফেলা নিয়ে। তবে চাঁপদানি যা করে দেখাতে পেরেছে তা অবশ্যই অনুকরণীয়, অনুসরণীয়। দেখার বিষয় কলকাতায় এবার কী হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য জুড়ে পালিত রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

স্বস্তির বৃষ্টি, একধাক্কায় অনেকটাই কমল বঙ্গের তাপমাত্রা

উল্টোডাঙ্গা ফ্লাইওভারে চলন্ত গাড়িতে ভয়ংকর আগুন, ব্যাপক যানজট ভিআইপি রোডে

সুপ্রিম রায়ের পরে আবির খেললেন শিক্ষকরা, কলকাতায় ফলের জুস খেয়ে অনশন ভঙ্গ

‘সুপ্রিম কোর্টে ন্যায় মেলায় খুশি’, এসএসি মামলা নিয়ে প্রতিক্রিয়া মমতার

তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর