এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: কৃষ্ণনগরে আবার এলে সরপুরিয়া খেয়ে যাবেন । ইডি এবং সিবিআই কে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র(Mohua Moitra)। বৃহস্পতিবার ইডি দিল্লিতে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে এদিন ভোট প্রচার করতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক তরজার পর মহুয়া মৈত্রকে আবারো প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভোট প্রচার করছেন এবং দলীয় বৈঠক করছেন। অন্যদিকে দীর্ঘ জল্পনার পর বিজেপি মহুয়া মৈত্রের প্রতিপক্ষ হিসাবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

কিছুদিন আগে লোকপাল নির্দেশ অনুযায়ী সিবিআই এর প্রতিনিধি দল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং তার বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে। সেখান থেকে সরাসরি করিমপুরে মহুয়া মৈত্রে নিজস্ব বাড়িতে হানা দেয় সিবিআই(CBI)। অন্যদিকে ইডি(ED) ২৮ তারিখ অর্থাৎ আজ দিল্লিতে থাকে জিজ্ঞাসা করার জন্য যাওয়ার নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু মহুয়া মৈত্র জানিয়ে দেন তিনি দিল্লি যাচ্ছেন না। তিনি ভোট প্রচারে যাচ্ছেন। সেইমতো দেখা যায় তার লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। প্রচারের ফাঁকে চায়ের দোকানে নিজের হাতে চা করেন তিনি। তার সঙ্গে ওই এলাকার বিজেপির প্রথম সারির নেতৃত্ব সহ একাধিক কর্মীকে দেখা যায় প্রচার অভিযান করতে।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে বলেন, আমার লোকসভায় একাধিক বুথ রয়েছে। সেগুলো সবই আমার পরিচিত। তাই আমার বিরুদ্ধেকে দাঁড়ালো সেটা আমার যায় আসে না। আমি আমার মত প্রচার অভিযান চালিয়ে যাব। অন্যদিকে, বৃহস্পতিবার দিল্লিতে ইডির তলব নিয়ে তিনি বলেন, আসলে বিজেপি আমার প্রতি এত আকৃষ্ট ওরা বারবার আমার কাছে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) এসেছেন ।অমিত শাহ(A আসবেন। এর আগেও সিবিআই এসে খালি হাতে ঘুরে গিয়েছে। আবার ইডি আসবে এটা খুব ভালো। আমি বলব আসুন কৃষ্ণনগরের সরপুরিয়া খান বাড়ি চলে যান। অন্যদিকে, এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রাই বলেন, মহুয়া মৈত্র ইডির ডাকে হাজিরা দিচ্ছেন কিনা তা নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার মত প্রচার করছি মানুষের সাড়া পাচ্ছি। তাতে আমার প্রতিপক্ষ কতটা কঠিন সেটা দেখার প্রয়োজন নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চতুর্থ দফার প্রথম ২ ঘন্টাতেই কমিশনে জমা ৪৯২টি অভিযোগ

প্রথম ২ ঘন্টায় বাংলার ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৫.২৩ শতাংশ

ভোট আবহে কেতুগ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর, আটক ২

সরাসরি: দুপুর  ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৭ %, এগিয়ে পূর্ব বর্ধমান

পরিশ্রমকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল ধুপগুড়ির পূজা বিশ্বাস

রাত পোহালেই বীরভূম লোকসভায় নির্বাচন , ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে নজরদারিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর