এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে কেন এত আপত্তি বিজেপির’, টর্নেডোকাণ্ডে প্রশ্ন মমতার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি উত্তরবঙ্গের(North Bengal) ডুয়ার্সে টর্নেডোর(Tornedo) ধাক্কায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটে। সেই ঘটনায় রাতেই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দেখা করেছিলেন স্বজনহারাদের সঙ্গে। হাসপাতালে গিয়ে দেখা করে কথা বলে এসেছিলেন আহতদের সঙ্গে। কিন্তু ওই ঝড়ের ঘটনার আগেই দেশে লোকসভা নির্বাচন(Loksabha Election 2024) ঘোষণা হয়ে যাওয়ায় এবং আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ায় ঝড়ে মৃত এবং আহতদের জন্য কোনও ক্ষতিপূরণ প্রদানের কথা ঘোষণা করতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির বাড়ি মেরামতির জন্য পরিবারপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের(ECI) কাছে। সেই আর্জি কমিশন খারিজ করে দিলেও পরে আংশিক ক্ষতিগ্রস্থ ও বেশি ক্ষতিগ্রস্থদের বাড়ি সারাইয়ের জন্য আর্থিক সাহায্যের কিছুটা হলেও অনুমোদন করে কমিশন। সেই নিয়েই এদিন বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মমতা।  

এদিন অর্থাৎ শুক্রবার কোচবিহার জেলার দিনহাটাতে তৃণমূলের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ‘অসমকে ওরা উৎসবের টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম তুমি অসমকে অনুমতি দিয়েছ অনুষ্ঠানের জন্য, কিন্তু বাংলায় যে লোকগুলোর ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের টাকা দিতে আপত্তি কেন? ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে কেন এত আপত্তি বিজেপির(BJP)? তোমরা বাংলার বাড়ির অনুমতি দিলে না। আমার বিরুদ্ধে কেস করলে করো। গরিব লোকের জন্য কাজ করলে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব। কত বাড়ি ভেঙে গিয়েছে এই ঝড়ে। যাদের বাড়ি ভেঙেছে তাঁদের বলছি, আপনাদের বাড়ি রাজ্য সরকারই তৈরি করে দেবে। যারা ২০ হাজার পেয়েছেন, প্রশাসন তাঁদের আবার ৪০ হাজার টাকা দেবে। মোট ১ লক্ষ ২০ হাজার প্রশাসন পৌঁছে দেবে। যাদের ঘর ভেঙেছে, তাঁরা ঘর তৈরি করতে শুরু করুন। যারা মারা গিয়েছে আমাদের প্রশাসন তাঁদের পরিবারকে সাহায্য করেছে।’

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের জন্য যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে রাজ্য সরকার তাঁদের আর্থিক সাহায্য বাবদ ৫ হাজার টাকা এবং যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁদের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্য সরকার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৬৩২টি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে। এই ৬৩২টি পরিবারের মধ্যে ৪৪০টি পরিবারের ১জন করে সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। বাকিরা পেয়েছেন ৫ হাজার টাকা করে। টর্নেডোর জেরে উত্তরবঙ্গের তিন জেলায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা প্রায় ১৬০০। এর মধ্যে ৬৩২টি বাড়ির ক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক সাহায্য পাঠিয়ে দিয়েছে। বাকিদের ক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার খড়দহে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা, প্রস্তুতি তুঙ্গে, থাকছে কড়া নিরাপত্তা বলয়

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের তল্লাশি, থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের

বাসুদেবের বাঁকুড়ায় সুবাসিত নয় সুভাষের জয়, দখল নিতে মরিয়া অরূপ

মুখ্যমন্ত্রীর জনসভায় সন্দেশখালির প্রতিবাদীরা উপস্থিত থেকে প্রমাণ করল উন্নয়নের পাশেই তাঁরা

সিপিআই আজ অস্তাচলে, দেব-হিরণের লড়াইয়ে জিতবে কে, উত্তর খুঁজছে ঘাটাল

কমিশনের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর